মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

স্বাধীন ফিলিস্তিন না হওয়া পর্যন্ত সশস্ত্র লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হামাসের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৫ ০৮:১৩

শেয়ার

স্বাধীন ফিলিস্তিন না হওয়া পর্যন্ত সশস্ত্র লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হামাসের
ছবি সংগৃহীত

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ইসরায়েলের দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত সশস্ত্র লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে গাজাভিত্তিক স্বাধীনতাকামী সংগঠন হামাস।

শনিবার (২ আগস্ট) এক বিবৃতিতে হামাস জানায়, “দখলদারিত্ব বজায় থাকা অবস্থায় প্রতিরোধ এবং সশস্ত্র কার্যক্রম আমাদের জাতীয় ও বৈধ সংগ্রামের অংশ। পূর্ণ জাতীয় অধিকার, সার্বভৌমত্ব এবং জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে।”

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকোফ দাবি করেন, যুদ্ধবিরতির আলোচনায় হামাস নাকি অস্ত্র সমর্পণের আগ্রহ দেখিয়েছে। তার এই দাবির পরপরই হামাস বিবৃতি দিয়ে জানায়, তারা কখনোই অস্ত্র সমর্পণ করবে না এবং স্বাধীন ফিলিস্তিন না হওয়া পর্যন্ত লড়াই চলবে।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৬০ হাজারের বেশি মানুষ নিহত এবং দেড় লাখেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন বলে বিভিন্ন মানবাধিকার সংস্থা জানিয়েছে। একাধিকবার যুদ্ধবিরতির আলোচনা হলেও কোনো স্থায়ী সমঝোতা হয়নি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অভিযোগ করেছেন, হামাসের অনড় অবস্থানই শান্তিচুক্তির পথে প্রধান অন্তরায়। অন্যদিকে, হামাসের দাবি—ইসরায়েল ইচ্ছাকৃতভাবে কঠিন শর্ত আরোপ করে আলোচনার অগ্রগতি ঠেকাচ্ছে। তারা আরও জানিয়েছে, গাজার ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতি কাটার আগ পর্যন্ত দখলদার ইসরায়েলের সঙ্গে কোনো নতুন আলোচনায় বসবে না।



banner close
banner close