পাকিস্তানের বিভিন্ন এলাকায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাতে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে, যা ভূপৃষ্ঠ থেকে ১০২ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়।
তবে ইউরো-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানায়, বাঘলান প্রদেশ থেকে ১২১ কিলোমিটার পূর্বে এবং ভূপৃষ্ঠ থেকে ১২৪ কিলোমিটার গভীরে কম্পনের উৎপত্তি হয়।
ভূমিকম্পে ইসলামাবাদ, পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। উল্লেখযোগ্যভাবে লাহোর, ইসলামাবাদ, মুরি, সারগোধা, ওয়াহ ক্যান্ট, কাসুর, পেশোয়ার, সোয়াত, নওশেরা, দির, শাংলা, চরসাদ্দা, মালাকান্দ, মারদান, হরিপুর, হাঙ্গু ও বালাকোট এলাকায় ভূমিকম্পের প্রভাব পড়ে।
গিলগিট-বালতিস্তানের ঘিজারসহ আরও কয়েকটি জেলাতেও কম্পন অনুভূত হয়েছে। শুধু পাকিস্তানেই নয়, ভারত, ভারত-অধিকৃত কাশ্মীর ও আফগানিস্তানেও ভূমিকম্পের কম্পন টের পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিকম্পের অভিজ্ঞতা শেয়ার করেছেন।
তাৎক্ষণিকভাবে কোথাও কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন:








