মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ০ পৌষ, ১৪৩২

পাকিস্তানে ভূমিকম্প, কাঁপল আফগানিস্তান ও ভারত-অধিকৃত কাশ্মীর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ আগস্ট, ২০২৫ ১৩:৩৫

শেয়ার

পাকিস্তানে ভূমিকম্প, কাঁপল আফগানিস্তান ও ভারত-অধিকৃত কাশ্মীর
প্রতীকী ছবি

পাকিস্তানের বিভিন্ন এলাকায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাতে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে, যা ভূপৃষ্ঠ থেকে ১০২ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়।

তবে ইউরো-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানায়, বাঘলান প্রদেশ থেকে ১২১ কিলোমিটার পূর্বে এবং ভূপৃষ্ঠ থেকে ১২৪ কিলোমিটার গভীরে কম্পনের উৎপত্তি হয়।

ভূমিকম্পে ইসলামাবাদ, পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। উল্লেখযোগ্যভাবে লাহোর, ইসলামাবাদ, মুরি, সারগোধা, ওয়াহ ক্যান্ট, কাসুর, পেশোয়ার, সোয়াত, নওশেরা, দির, শাংলা, চরসাদ্দা, মালাকান্দ, মারদান, হরিপুর, হাঙ্গু ও বালাকোট এলাকায় ভূমিকম্পের প্রভাব পড়ে।

গিলগিট-বালতিস্তানের ঘিজারসহ আরও কয়েকটি জেলাতেও কম্পন অনুভূত হয়েছে। শুধু পাকিস্তানেই নয়, ভারত, ভারত-অধিকৃত কাশ্মীর ও আফগানিস্তানেও ভূমিকম্পের কম্পন টের পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিকম্পের অভিজ্ঞতা শেয়ার করেছেন।

তাৎক্ষণিকভাবে কোথাও কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।



banner close
banner close