রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের এক উসকানিমূলক মন্তব্যের জবাবে রাশিয়ার কাছাকাছি অঞ্চলে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১ আগস্ট) দেওয়া এক ঘোষণায় এ নির্দেশনার কথা জানান ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, সাবমেরিন দুটি কোন নির্দিষ্ট এলাকায় মোতায়েন করা হবে, তা স্পষ্ট করেননি তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মেদভেদেভের বক্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, “তার (মেদভেদেভের) এই বোকামি ও উসকানিমূলক কথাবার্তা যদি নিছক মন্তব্যের চেয়েও বেশি কিছু হয়ে থাকে, তবে আমি দুটি পারমাণবিক সাবমেরিন উপযুক্ত স্থানে মোতায়েনের নির্দেশ দিয়েছি।”
রয়টার্স আরও জানায়, ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে মেদভেদেভ ক্রেমলিনের অন্যতম কট্টরপন্থী ও পশ্চিমবিরোধী কণ্ঠ হিসেবে পরিচিত হয়ে ওঠেন।
ট্রাম্প বলেন, “এই কথাবার্তাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা অপ্রত্যাশিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে। তবে আমি আশাবাদী, এমন কিছু ঘটবে না।”
এর আগে গত মঙ্গলবার ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হতে রাশিয়ার জন্য ‘১০-১২ দিন সময় আছে’ বলে মন্তব্য করেন ট্রাম্প। সেই সঙ্গে প্রয়োজনে নিষেধাজ্ঞারও ইঙ্গিত দেন তিনি।
এর জবাবে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান মেদভেদেভ ট্রাম্পকে একাধিকবার কটাক্ষ করে মন্তব্য করেন। তিনি বলেন, “মস্কো যুদ্ধবিরতির জন্য নিজেরাই শর্ত নির্ধারণ করবে; ট্রাম্পের সময়সীমা মানার প্রশ্নই আসে না।”
পরবর্তীতে ট্রাম্প মেদভেদেভকে ‘নিজের কথার দিকে নজর রাখার’ আহ্বান জানান। জবাবে মেদভেদেভ অভিযোগ তোলেন, ট্রাম্প ‘আল্টিমেটামের খেলা’ খেলছেন এবং তাকে স্মরণ করিয়ে দেন যে, রাশিয়ার হাতে বহু আগ থেকেই পারমাণবিক সক্ষমতা রয়েছে।
আরও পড়ুন:








