মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ০ পৌষ, ১৪৩২

রুশ তেলের ওপর ছাড় কম, ট্রাম্পের হুঁশিয়ারিতে ভারতের আমদানি বন্ধ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ আগস্ট, ২০২৫ ০৭:৪৮

আপডেট: ১ আগস্ট, ২০২৫ ০৭:৫৩

শেয়ার

রুশ তেলের ওপর ছাড় কম, ট্রাম্পের হুঁশিয়ারিতে ভারতের আমদানি বন্ধ
ছবি সংগৃহীত

রাশিয়া থেকে অপরিশোধিত তেলের মূল্যছাড় কমে আসা এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারির প্রেক্ষিতে রুশ তেল আমদানি বন্ধ করে দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারগুলো।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, গত এক সপ্তাহে ভারতীয় অয়েল কর্পোরেশন (আইওসি), হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল) এবং মাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেড (এমআরপিএল) রাশিয়া থেকে কোনো তেল কেনেনি। তারা বিকল্প হিসেবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির ‘মুরবান’ ও পশ্চিম আফ্রিকার অপরিশোধিত তেলের দিকে ঝুঁকেছে।

তবে বেসরকারি খাতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং নয়ারা এনার্জি—যার একটি বড় অংশ রুশ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রসনেফটের মালিকানাধীন—তারা পূর্বস্বাক্ষরিত বার্ষিক চুক্তির আওতায় রুশ তেল আমদানি অব্যাহত রেখেছে।

উল্লেখযোগ্য যে, ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ এবং সমুদ্রপথে রপ্তানিকৃত রুশ তেলের শীর্ষ ক্রেতা।

২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়া থেকে তুলনামূলক কম দামে তেল আমদানি করে আসছিল ভারত। তবে চলতি বছরের ১৪ জুলাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন, রাশিয়া যদি ইউক্রেনের সঙ্গে কোনো বড় শান্তিচুক্তিতে না পৌঁছায়, তবে রুশ তেল আমদানিকারক দেশগুলোর পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

শিল্পসংশ্লিষ্টরা বলছেন, ২০২২ সালের নিষেধাজ্ঞা আরোপের পর এবারই প্রথম রুশ তেলের মূল্যে ছাড় এতটা কমেছে, যার ফলে ভারতীয় রিফাইনারিগুলো ক্রয় থেকে পিছিয়ে এসেছে।



banner close
banner close