সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

অজ্ঞান তরুণীকে অ্যাম্বুলেন্সেই গণধর্ষণ, বিহারে গ্রেপ্তার চালক ও সহকারী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৫ ১৬:৫৬

শেয়ার

অজ্ঞান তরুণীকে অ্যাম্বুলেন্সেই গণধর্ষণ, বিহারে গ্রেপ্তার চালক ও সহকারী
প্রতীকী ছবি

ভারতের বিহার রাজ্যে এক হৃদয়বিদারক ঘটনা ঘটে গেছে। নিরাপত্তা বাহিনীতে চাকরির পরীক্ষায় অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়া এক তরুণী অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে যাওয়ার পথে গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ২৪ জুলাই, গয়া জেলার গোধ বায়া পুলিশ লাইন্সে। হোম গার্ড পদে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণকারী ২৬ বছর বয়সী ওই তরুণী হঠাৎ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানোর জন্য একটি অ্যাম্বুলেন্স ডাকা হয়।

ভুক্তভোগী তরুণীর অভিযোগ, তিনি যখন অ্যাম্বুলেন্সে অচেতন ছিলেন, তখন একাধিক ব্যক্তি তার ওপর যৌন নিপীড়ন চালায়। জ্ঞান ফেরার পর তিনি পুলিশের কাছে বিষয়টি জানান। এরপর বোধ গয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।

অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অ্যাম্বুলেন্সটির গতিপথ শনাক্ত করা হয়। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অ্যাম্বুলেন্স চালক বিনয় কুমার এবং সহকারী টেকনিশিয়ান অজিত কুমারকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষাও সম্পন্ন হয়েছে এবং পুরো বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: এনডিটিভি



banner close
banner close