ইসরায়েলের সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক মন্ত্রী অ্যামিচাই এলিয়াহু বলেছেন, একদিন পুরো গাজা উপত্যকা ইহুদি অধ্যুষিত হবে। গাজা নিয়ে ইসরায়েলের চলমান সামরিক অভিযানকে ‘শয়তানদের নির্মূল’ বলে আখ্যায়িত করে তিনি জানান, এই ধ্বংসযজ্ঞ দ্রুততার সঙ্গে চালিয়ে যাচ্ছে তেলআভিভ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ইসরায়েলভিত্তিক রেডিও চ্যানেল ‘কোল বারামা’কে দেওয়া এক সাক্ষাৎকারে এলিয়াহু বলেন, “ইসরায়েলি বাহিনী গাজা থেকে শয়তানদের সরিয়ে দিচ্ছে। ঈশ্বরকে ধন্যবাদ, আমরা এটি চালিয়ে যেতে পারছি। ভবিষ্যতে পুরো গাজাই ইহুদি অধ্যুষিত হবে।”
২০২৩ সালের অক্টোবরে গাজায় হামাসের বিরুদ্ধে অভিযান শুরু করার পর থেকে খাদ্য ও ত্রাণ প্রবেশ সীমিত করেছে ইসরায়েল। বর্তমানে সেই নিষেধাজ্ঞা আরও কঠোর করা হয়েছে। সাক্ষাৎকারে এই প্রসঙ্গে তিনি বলেন, “গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আন্তর্জাতিক সম্প্রদায় গাজাবাসীর দেখভাল করছে, করুক। কোনো জাতি তার শত্রুকে খাওয়ায় না। আমরা কেন তা করব? আমাদের কি পাগল হয়ে যেতে হবে যে জানতে হবে তারা সকাল-বিকেলে কী খায়?”
ইসরায়েলি মন্ত্রীর এমন মন্তব্য ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। এ বিষয়ে জানতে চাওয়া হলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক লিখিত বিবৃতিতে বলেন, “অ্যামিচাই এলিয়াহু যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য নন। তার বক্তব্য একান্তই তার ব্যক্তিগত মত, যা সরকারের অবস্থানকে প্রতিফলিত করে না।”
এদিকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার মন্ত্রীর বক্তব্যকে ‘ভুল, দায়িত্বজ্ঞানহীন ও ইসরায়েলি মূল্যবোধের পরিপন্থী’ বলে আখ্যা দিয়েছেন। এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া বার্তায় তিনি বলেন, “ইসরায়েল কখনোই চায় না গাজার সাধারণ মানুষ না খেয়ে থাকুক। তবে হামাসের অধীনে যেন ত্রাণ বিতরণ না হয়, সেটা নিশ্চিত করতেই তেলআভিভের কড়াকড়ি।”
বিশ্লেষকদের মতে, মন্ত্রীর এমন বক্তব্য ইসরায়েল সরকারের কূটনৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে পারে এবং আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে ফেলতে পারে তেলআভিভকে।
আরও পড়ুন:








