ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রকেটচালিত গ্রেনেড দিয়ে হত্যার পরিকল্পনার অভিযোগে ৭৩ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। মারাত্মক রোগে আক্রান্ত ওই নারীর বিরুদ্ধে সম্প্রতি আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে রাষ্ট্রীয় প্রসিকিউশন।
খালিজ টাইমসের বরাতে জানা যায়, তেল আবিবের বাসিন্দা ওই নারী টার্মিনালি অসুস্থ—অর্থাৎ তিনি এমন একটি চূড়ান্ত পর্যায়ের রোগে আক্রান্ত, যার আর কোনো নিরাময় নেই। রোগের খবর জানার পর তিনি নেতানিয়াহুকে হত্যা করে ‘শহীদ’ হওয়ার পরিকল্পনা করেন বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।
প্রসিকিউশনের দাবি, সরকারবিরোধী মনোভাবাপন্ন ওই নারী এক সহকর্মীকে পরিকল্পনার কথা জানান এবং রকেটচালিত গ্রেনেড সংগ্রহে সহায়তা চান। পাশাপাশি প্রধানমন্ত্রীর গতিবিধি ও নিরাপত্তা সংক্রান্ত তথ্য জোগাড়ে সহযোগিতার অনুরোধও করেন।
তবে সহকর্মী এতে রাজি না হয়ে প্রথমে তাকে নিবৃত্ত করার চেষ্টা করেন। ব্যর্থ হয়ে তিনি বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান। এর ভিত্তিতেই পুলিশ ওই নারীকে গ্রেপ্তার করে।
প্রসিকিউশন মনে করছে, এই নারী এখনো সম্ভাব্য হুমকি হয়ে থাকতে পারেন, কারণ তিনি নিজেই জানিয়েছেন যে ‘শহীদ’ হতে প্রস্তুত। এজন্য তার গৃহবন্দিত্ব নিশ্চিত করার আবেদন জানানো হয়েছে।
উল্লেখযোগ্য যে, ২০২৪ সালেও সামাজিকমাধ্যমে নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়ে এক ইসরায়েলি পুরুষ গ্রেপ্তার হন।
ইসরায়েলে রাজনৈতিক সহিংসতার নজির একেবারে অনুপস্থিত নয়—১৯৯৫ সালে ফিলিস্তিনিদের সঙ্গে শান্তিচুক্তি করার কারণে প্রধানমন্ত্রী ইৎসহাক রবিনকে হত্যা করে এক উগ্র-ডানপন্থি ইসরায়েলি নাগরিক।
আরও পড়ুন:








