সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

ভারতে স্কুলের ছাদ ধসে ৭ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৫ ১৪:৩২

শেয়ার

ভারতে স্কুলের ছাদ ধসে ৭ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

ভারতের রাজস্থানের ঝালাওয়ার জেলায় একটি সরকারি স্কুলের ছাদ ধসে ৭ শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে দুইজন । শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, জেলার মনোহর থানার পিপলোদি সরকারি স্কুলে সকাল সাড়ে ৮টার দিকে ছাদ ধসের ঘটনা ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন, একতলা ভবনের ছাদ ধসের সময় শিক্ষক ও কর্মচারী ছাড়াও প্রায় ৬০ জন শিশু সেখানে উপস্থিত ছিল।

এনডিটিভি জানায়, ভবনটি জরাজীর্ণ অবস্থায় ছিল এবং এর আগেও এই বিষয়ে বেশ কয়েকটি অভিযোগ জানানো হয়েছিল। স্কুলটিতে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার ব্যবস্থা রয়েছে।

রাজস্থানের শিক্ষা সচিব কৃষ্ণ কুণাল জানিয়েছেন, উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং এই ঘটনায় ছয় শিশু নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় গ্রামবাসী জানায়, গত কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টিপাতের কারণে হঠাৎ ছাদটি ধসে পড়ে। ধসের শব্দের পরে শিশুদের চিৎকার, ধুলো এবং ধ্বংসাবশেষ এলাকাটিকে গ্রাস করে।

ঘটনাস্থল থেকে প্রাপ্ত ভিডিওতে দেখা গেছে, স্থানীয় বাসিন্দারা আটকে পড়া শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মচারীদের উদ্ধারের জন্য ছুটে আসছেন। পরে ধ্বংসস্তূপ সরাতে ঘটনাস্থলে কমপক্ষে চারটি জেসিবি মেশিনও পৌঁছায়।

এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেন। তিনি বলেন, আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এছাড়া কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের সকল সম্ভাব্য সহায়তা দিচ্ছে।

শিক্ষামন্ত্রী মদন দিলওয়ার বলেন, ভবনটি ধসের কারণ কী তা নিশ্চিত করার জন্য ঘটনার তদন্তে নির্দেশ দেয়া হবে। এ ছাড়া ওই এলাকার কালেক্টরের সাথেও কথা বলেছি এবং কর্তৃপক্ষকে পরিস্থিতি পর্যালোচনা এবং সম্ভাব্য সকল উপায়ে সাহায্য করার নির্দেশ দিয়েছি।



banner close
banner close