আধুনিক যুদ্ধক্ষেত্রে নজরদারি ও তথ্য সংগ্রহে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে জার্মানি। দেশটির একটি সামরিক প্রযুক্তি প্রতিষ্ঠান উদ্ভাবন করেছে ‘সাইবার তেলাপোকা’—জীবন্ত তেলাপোকার দেহের সঙ্গে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক সেন্সর, ক্যামেরা ও নিয়ন্ত্রণ যন্ত্র।
জার্মান কোম্পানি ‘Swarm Biotactics’ এই প্রযুক্তি উদ্ভাবন করছে। প্রতিষ্ঠানটির প্রধান স্টেফান উইলহেলম জানান, এই বায়ো-রোবটগুলো দূর নিয়ন্ত্রিত বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে পরিচালিত হয়। ঝাঁক বেঁধে কাজ করার ক্ষমতা থাকায় যুদ্ধক্ষেত্রে এগুলো কার্যকরভাবে শত্রুপক্ষের গতিবিধি পর্যবেক্ষণ করতে সক্ষম।
বিশেষজ্ঞদের মতে, দুর্গম বা বিপজ্জনক এলাকায় যেখানে সেনাসদস্যদের পক্ষে প্রবেশ সম্ভব নয়, সেখানে এই সাইবার তেলাপোকাগুলো হয়ে উঠবে কার্যকর গোয়েন্দা হাতিয়ার। সেনাবাহিনীর পাশাপাশি নিরাপত্তা সংস্থা ও দুর্যোগ ব্যবস্থাপনাতেও এর ব্যবহার সম্ভাবনাময়।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগ শুরু করেছে জার্মানি। ভারী অস্ত্রের পরিবর্তে ছোট ও স্মার্ট প্রযুক্তির দিকে জোর দিচ্ছে দেশটি। বিশ্লেষকরা বলছেন, এমন প্রযুক্তিই ভবিষ্যতের যুদ্ধনীতিকে পাল্টে দেবে।
তথ্যসূত্র: রয়টার্স
আরও পড়ুন:








