মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ০ পৌষ, ১৪৩২

ফিলিপাইনে আকস্মিক বন্যা: ৪৮ হাজারের বেশি মানুষ সরানো, নিখোঁজ ২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৫ ১১:০৮

শেয়ার

ফিলিপাইনে আকস্মিক বন্যা: ৪৮ হাজারের বেশি মানুষ সরানো, নিখোঁজ ২
ছবি সংগৃহীত

ফিলিপাইনে ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় রাজধানী ম্যানিলা ও আশপাশের অঞ্চলগুলোতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এখন পর্যন্ত দুজন নিখোঁজ রয়েছেন, আর নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৪৮ হাজার মানুষকে। খবর এএফপির।

মঙ্গলবার টানা বৃষ্টিতে মারিকিনা নদীর তীর ভেঙে আকস্মিক বন্যা দেখা দেয়। এর প্রভাবে রাজধানী ও আশপাশের প্রদেশগুলোতে স্কুল ও সরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়।

মারিকিনা নদীর তীরে বসবাসরত অন্তত ২৩ হাজার মানুষকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। একইসঙ্গে মেট্রোপলিটন এলাকার কুইজন ও ক্যালোকান শহর থেকে আরও ২৫ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

মারিকিনা উদ্ধার অফিসের উইলমার ট্যান জানিয়েছেন, টানা বর্ষণে নদীর পানি ১৮ মিটার (৫৯ ফুট) পর্যন্ত বেড়ে যায়, যা বিপৎসীমার অনেক ওপরে।

জরুরি অপারেশন সেন্টারের সহকারী তত্ত্বাবধায়ক জন পল নিয়েটস জানান, ক্যালোকান এলাকায় একটি সেতু পার হওয়ার সময় এক বৃদ্ধা ও তার গাড়িচালক খালের পানিতে ভেসে যান। পরে তাদের গাড়িটি উদ্ধার করা হলেও এখনও কাউকেই খুঁজে পাওয়া যায়নি। গাড়ির জানালা ভেঙে থাকায় ধারণা করা হচ্ছে, তারা হয়তো গাড়ি থেকে বের হতে পেরেছিলেন।

মঙ্গলবার সকাল থেকে পানি কিছুটা নামতে শুরু করেছে, তবে হাজারো মানুষ এখনো নিজ বাড়িতে ফিরতে পারেননি। স্থানীয় প্রশাসন উদ্ধার ও সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে।



banner close
banner close