মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ০ পৌষ, ১৪৩২

গাজা যুদ্ধ বন্ধে ২৭ দেশের একযোগে আহ্বান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৫ ১০:৫৪

শেয়ার

গাজা যুদ্ধ বন্ধে ২৭ দেশের একযোগে আহ্বান
ছবি সংগৃহীত

গাজায় চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নসহ ২৭টি দেশ। সোমবার এক যৌথ বিবৃতিতে এসব দেশ বলেছে, ‘এই যুদ্ধ এখনই শেষ হওয়া উচিত।’

বিবৃতিতে বলা হয়, “গাজার বেসামরিক জনগণের দুর্ভোগ নতুন এক গভীরতায় পৌঁছেছে।” দেশগুলো যুদ্ধবিরতির জন্য আলোচনার আহ্বান জানায় এবং ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে আটক বন্দিদের মুক্তি ও মানবিক সহায়তার অবাধ প্রবাহ নিশ্চিত করার দাবি জানায়।

যৌথ বিবৃতিতে গাজায় ত্রাণ সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি, শিশু ও ত্রাণকর্মীসহ বেসামরিক নাগরিকদের অমানবিকভাবে হত্যার তীব্র নিন্দা জানানো হয়।

জাতিসংঘ ও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত মে মাস থেকে গাজায় ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৮৭৫ জন।

বিবৃতিতে আরও বলা হয়, “ইসরায়েলি সরকারের মানবিক সহায়তা বিতরণ পদ্ধতি বিপজ্জনক এবং অস্থিতিশীলতা উসকে দিচ্ছে। এটি গাজাবাসীর মানবিক মর্যাদাকে খণ্ডিত করছে। আন্তর্জাতিক মানবিক আইনের আওতায় ইসরায়েলের দায়িত্ব পালন নিশ্চিত করতে হবে।”

যুদ্ধবিরতির পাশাপাশি যৌথ বিবৃতিতে রাজনৈতিক শান্তিপথে অগ্রসর হওয়ার আহ্বান জানানো হয়। স্বাক্ষরকারী দেশগুলো এ লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও জানায়।



banner close
banner close