সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

হা লং উপসাগরে নৌকাডুবি: ৩৪ জনের মৃত্যু, নিখোঁজ ৮

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৫ ০৮:৪৭

শেয়ার

হা লং উপসাগরে নৌকাডুবি: ৩৪ জনের মৃত্যু, নিখোঁজ ৮
ছবি সংগৃহীত

ভিয়েতনামের অন্যতম পর্যটন কেন্দ্র হা লং উপসাগরে পর্যটকবাহী একটি নৌকা ডুবে ৩৪ জনের প্রাণহানি ঘটেছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৮ জন। শনিবার (১৯ জুলাই) আকস্মিক ঝড় ও প্রবল বাতাসের কবলে পড়ে ‘দ্য ওয়ান্ডার সি’ নামের নৌকাটি উল্টে যায়।

নৌকাটিতে মোট ৪৮ যাত্রী ও ৫ জন নাবিক ছিলেন। সবাই ভিয়েতনামের নাগরিক। স্থানীয় গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, নিহতদের মধ্যে ৮ জন শিশু রয়েছে।

ভিএনএক্সপ্রেস পত্রিকার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ২৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া উল্লেখযোগ্যভাবে, এক ১৪ বছর বয়সী কিশোর চার ঘণ্টা নৌকার উল্টে যাওয়া খোলের নিচে আটকে থাকার পর জীবিত উদ্ধার হয়।

নিখোঁজদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে বলে জানা গেছে। অধিকাংশ যাত্রী রাজধানী হ্যানয় থেকে আগত পর্যটক।

এ ঘটনায় উদ্ধার কার্যক্রম চলমান থাকলেও নতুন উদ্বেগ তৈরি করেছে দক্ষিণ চীন সাগরের দিক থেকে ধেয়ে আসা টাইফুন ‘উইফা’। এটি চলতি বছরে ওই অঞ্চলে আঘাত হানতে যাওয়া তৃতীয় ঘূর্ণিঝড়। ভিয়েতনামের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, হা লং উপসাগরীয় উপকূলীয় এলাকাগুলো এই ঝড়ের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, ফলে উদ্ধার তৎপরতা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, হা লং উপসাগর ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। হাজারো চুনাপাথরের দ্বীপ ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই এলাকা প্রতিবছর বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যটককে আকর্ষণ করে।

সূত্র: এপি ও ইউরোনিউজ।



banner close
banner close