পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ বা পিএএ ভারতে নিবন্ধিত বিমানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরো বাড়িয়েছে। শুক্রবার পাকিস্তানের জারি করা এক নোটাম বা নোটিশ টু্ এয়ারম্যানে এ তথ্য জানানো হয়।
পাকিস্তানের আকাশপথ গত ২৪মে থেকে ভারতীয় বিমানের জন্য বন্ধ করে দেয়া হয়। এর আগে ভারত সিন্ধু পানি চুক্তি বা আইডাব্লিউটি একতরফাভাগে স্থগিত করে দেয়। ভারতের এই পদক্ষেপের পাল্টা ব্যবস্থা হিসেবে পাকিস্তান এই পদক্ষেপ দেয়।
পাকিস্তানের ঘোষিত নতুন নিষেধাজ্ঞা আগামী ২৪ আগস্ট বিকেল ৪টা ৫৯ পর্যন্ত বলবত থাকবে। পিএএর ইস্যু করা নোটামের ওই নোটিশে বলা হয়, ‘পাকিস্তানের আকাশসীমা ভারতের নিবন্ধিত বিমান বা এয়াক্রাফট, মালিকানাধীন বা লিজ নেয়া বা সামরিক ক্রাফট ব্যবহার করতে পারবে না।’
পাকিস্তানের এই পদক্ষেপ নেয়ার আগে ইসলামাবাদের বিরুদ্ধে নানামুখী শাস্তিমূলক ব্যবস্থা নেয় ভারত। গত ২২ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়। এদের বেশিরভাগই পুরুষ এবং হিন্দু। ভারত এই হামলার পেছনে পাকিস্তানভিত্তিক একটি সন্ত্রাসী গোষ্ঠীর হাত রয়েছে বলে অভিযোগ করে। পাকিস্তান ওই অভিযোগ অস্বীকার করলেও ইসলামাবাদের বিরুদ্ধে একের পর এক শাস্তিমূলক ব্যবস্থা নিতে থাকে দিল্লি। এরই এক পর্যায়ে সিন্ধু পানি যুক্তি স্থগিত করে তারা।
এর পর মে মাসের শুরুর দিকে পাকিস্তানে বিমান হামলা চালায় ভারত। অপারেশন সিঁদুর নামে পরিচালিত তাদের এই হামলা খুব একটা সুবিধার হয়নি। পাকিস্তানের পাল্টা আঘাতে অন্তত পাঁচটি যুদ্ধবিমান হারায় ভারত। যার মধ্যে দুটি ছিল ফ্রান্সে নির্মিত অত্যাধুনিক যুদ্ধবিমান রাফায়েল।
ভারতের এই হামলার পাল্টা ব্যবস্থা হিসেবে ১০ মে পাকিস্তান অপারেশন বানিয়ান মারসুস শুরু করে। হামলা পাল্টা হামলার কারণে দুটি দেশই পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে চলে যায়। এক পর্যায়ে এতে হস্তক্ষেপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দুই পক্ষের সঙ্গে কথা বলে একটি অস্ত্রবিরতি কার্যকরে তাদের রাজি করান। তবে অস্ত্রবিরতির শর্ত থেকে স্পষ্ট হয়ে যায়, ভারত এই যুদ্ধে আগে হামলা চালালেও খুব একটি সুবিধা করতে পারেনি। তারা শুরু থেকেই দাবি করে আসছে, কাশ্মীর সমস্যা ভারত-পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়। এটি নিয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ তারা মেনে নেবে না। তবে এবারের যুদ্ধবিরতি অনুসারে, তারা তৃতীয় একটি দেশের মধ্যস্থতায় কোনো নিরপেক্ষ স্থানে কাশ্মীর ইস্যুতে আলোচনায় রাজি হয়।
আরও পড়ুন:








