ওমানের দক্ষিণ আল শারকিয়াহ গভর্নরেটের সুর উইলায়াত এলাকায় এক বাংলাদেশি প্রবাসী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। রয়্যাল ওমান পুলিশের (আরওপি) বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ওমান জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরেক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
আরওপি জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ইতোমধ্যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। তবে নিহত ব্যক্তির পরিচয় এবং হত্যার পেছনের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।
এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ওমানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
অন্যদিকে, দক্ষিণ আল বাতিনাহ গভর্নরেটের বারকা উইলায়াত এলাকায় মাদকদ্রব্য পাচারের অভিযোগে একজন ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। রয়্যাল ওমান পুলিশ জানায়, ওই ব্যক্তি তার ব্যক্তিগত গাড়িতে বিপুল পরিমাণ অ্যালকোহল বহন করছিলেন এবং পাচারের উদ্দেশ্যে পরিবহন করছিলেন।
ওমানে মাদক ও অ্যালকোহল পরিবহন সংক্রান্ত কঠোর আইন রয়েছে এবং এই ধরনের অপরাধের জন্য রয়েছে গুরুতর শাস্তির বিধান। উভয় ঘটনারই তদন্ত ও আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন:








