গাজার একমাত্র ক্যাথলিক উপাসনালয় হলি ফ্যামিলি গির্জা-তে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার (১৭ জুলাই) গাজা শহরে চালানো এ হামলায় তিনজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
ল্যাটিন প্যাট্রিয়ার্কেট অব জেরুজালেম এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় গির্জার যাজকও আহত হয়েছেন। গাজা যুদ্ধে এটি ধর্মীয় উপাসনালয়ে অন্যতম ভয়াবহ হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।
অন্যদিকে, দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি আশ্রয়কেন্দ্রেও বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে তিন নারী ও এক শিশুসহ অন্তত পাঁচজন নিহত হন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। আহতদের স্থানীয় নাসের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, আল-মাওয়াসি অঞ্চলকে ‘নিরাপদ এলাকা’ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল।
এছাড়া, সিরিয়ায়ও একযোগে বিমান হামলা চালিয়েছে তেল আবিব। বুধবার ও বৃহস্পতিবার সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সুওয়াইদায় ইসরায়েলি যুদ্ধবিমানের হামলায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইসরায়েল দাবি করেছে, তারা সংখ্যালঘু দ্রুজ জনগোষ্ঠীকে রক্ষার জন্য অভিযান চালিয়েছে। তবে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এ দাবিকে ভিত্তিহীন উল্লেখ করে বলেছেন, “ইসরায়েল এই অঞ্চলে নতুন করে সংঘাত ও বিভাজনের বীজ বপন করছে।”
জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এ ধরনের হামলাকে আন্তর্জাতিক আইন ও যুদ্ধনীতির লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে।
আরও পড়ুন:








