সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

যুক্তরাজ্যে ১৬ বছর বয়সিদের ভোটাধিকার দিতে যাচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৫ ০৫:৩৯

শেয়ার

যুক্তরাজ্যে ১৬ বছর বয়সিদের ভোটাধিকার দিতে যাচ্ছে সরকার
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য সরকার দেশজুড়ে ১৬ ১৭ বছর বয়সিদের ভোটাধিকার প্রদানের পরিকল্পনা ঘোষণা করেছে। বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে জানানো হয়, সংসদের অনুমোদন সাপেক্ষে প্রস্তাবিত এই পরিবর্তন দেশটির গণতান্ত্রিক ব্যবস্থায় এক বড় রকমের সংস্কার হিসেবে বিবেচিত হবে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সরকার জানিয়েছে, প্রস্তাবিত এই পরিবর্তনের মাধ্যমে যুক্তরাজ্যের অন্যান্য অংশের সঙ্গে ভোটাধিকার সমন্বয় হবে। বর্তমানে স্কটল্যান্ড ওয়েলসে ১৬ ১৭ বছর বয়সিরা তাদের আঞ্চলিক নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পায়।

যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রায়নার এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা গণতন্ত্রে অংশগ্রহণের ক্ষেত্রে বাধা ভেঙে দিয়ে আরো বেশি মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে পদক্ষেপ নিচ্ছি।

২০২৪ সালের সাধারণ নির্বাচনে ভোটার উপস্থিতির হার ছিল ৫৯. শতাংশ, যা ২০০১ সালের পর থেকে কোনো সাধারণ নির্বাচনে সর্বনিম্ন উপস্থিতি। ব্রিটিশ পার্লামেন্টের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে।

হাউস অব কমন্স লাইব্রেরির তথ্য অনুযায়ী, যেসব দেশে ভোটের বয়স ১৬ করা হয়েছে, সেসব দেশে নির্বাচনের ফলে কোনো বড় ধরনের প্রভাব পড়েনি। বরং দেখা গেছে, ১৬ বছর বয়সিরা ভোটদানের ক্ষেত্রে ১৮ বছর বয়সিদের চেয়ে বেশি আগ্রহী।



banner close
banner close