সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

বেলুচিস্তানে বাসে সন্ত্রাসী হামলা: নিহত ৩, আহত অন্তত ৭

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৫ ০৭:৪৮

শেয়ার

বেলুচিস্তানে বাসে সন্ত্রাসী হামলা: নিহত ৩, আহত অন্তত ৭
ছবি সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কালাত জেলার নিমারঘ এলাকায় করাচি থেকে কোয়েটাগামী একটি যাত্রীবাহী বাসে সন্ত্রাসী হামলায় অন্তত তিনজন নিহত এবং সাতজন আহত হয়েছেন।

দেশটির প্রভাবশালী গণমাধ্যম ডন জানায়, বুধবার রাতে এই হামলার ঘটনা ঘটে। প্রাদেশিক সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ জানান, আহতদের কালাত জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

তবে এধি ফাউন্ডেশনের বরাতে জানা গেছে, আহতের সংখ্যা ১০ জন এবং তাদের কোয়েটার সিভিল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শাহিদ রিন্দ আরও জানান, “সন্ত্রাসীরা ওঁত পেতে ছিল। তারা বাস থামিয়ে দুই দিক থেকে গুলি চালায়।” এখন পর্যন্ত হামলাকারীদের সংখ্যা নির্ধারণ করা যায়নি।

হামলার পরপরই নিরাপত্তা বাহিনী, জেলা প্রশাসন এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। এলাকা ঘিরে ফেলে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি হামলার বিষয়ে অবগত হয়েছেন এবং ঘটনার পূর্ণাঙ্গ প্রতিবেদন চেয়েছেন বলে জানান প্রাদেশিক মুখপাত্র।

রাষ্ট্রীয় সম্প্রচারক পিটিভি একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে এক যাত্রী দাবি করেন, সন্ত্রাসীরা বাসে নির্বিচারে গুলি চালিয়েছে।

সূত্র: ডন, জিও নিউজ, পিটিভি



banner close
banner close