সিরিয়ায় টানা দ্বিতীয় দিনের মতো ইসরায়েলি বাহিনী বিমান ও ড্রোন হামলা চালিয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানী দামেস্কে সেনাবাহিনীর সদর দপ্তরের প্রবেশপথে চালানো হয় বোমা হামলা। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা শহর।
একইসঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দ্রুজ-অধ্যুষিত শহর সুয়েইদা-তেও হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (সানা) জানিয়েছে, ওই হামলায় বেসামরিক মানুষের হতাহতের ঘটনা ঘটেছে।
যদিও সম্প্রতি একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তবে সুয়েইদায় ফের সশস্ত্র গোষ্ঠী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
বিশ্লেষকদের মতে, এই হামলা সিরিয়া ও পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।
সূত্র: আল জাজিরা
আরও পড়ুন:








