রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

একযোগে ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৬১, ত্রাণপ্রার্থীরাও রেহাই পায়নি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৫ ১১:১৪

শেয়ার

একযোগে ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৬১, ত্রাণপ্রার্থীরাও রেহাই পায়নি
ছবি সংগৃহীত

গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় একযোগে চালানো ইসরায়েলি হামলায় আরও অন্তত ৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত দুজন ত্রাণপ্রার্থী রয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও অনেক মানুষ।

আলজাজিরা জানিয়েছে, মঙ্গলবার উত্তর গাজার শাতি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৩ জন নিহত হন এবং কয়েক ডজন আহত হন। স্থানীয় চিকিৎসা সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

এদিকে দক্ষিণ গাজার রাফাহ অঞ্চলে বিতর্কিত ইসরায়েলি-যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে চালানো আরেকটি হামলায় দুই নারী নিহত হন এবং আহত হন কমপক্ষে ৩০ জন।

জাতিসংঘ জানিয়েছে, মে মাসের শেষ দিকে ফাউন্ডেশনটি কার্যক্রম শুরুর পর থেকে ত্রাণ সংগ্রহের সময় হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৮৭৫ জন।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায়, মঙ্গলবার ভোরের পর থেকে তাদের উদ্ধারকারী দলগুলো ১৮ জন শহীদের মরদেহ এবং বহু আহত ব্যক্তিকে উদ্ধার করেছে, যাদের বেশিরভাগই ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন।

গাজা শহরের একটি তাঁবুতে হামলায় আরও ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

এদিকে নতুন করে বড় ধরনের অভিযান চালাতে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী। ইতোমধ্যে উত্তর গাজার ১৬টি এলাকায় বসবাসকারী ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানচ্যুতির নির্দেশনা দেওয়া হয়েছে।

বিধ্বস্ত শহর জাবালিয়া এই হুমকিপ্রাপ্ত এলাকাগুলোর অন্যতম। সেখানকার বাসিন্দারা এখনও তাঁবুতে বসবাস করছেন। নতুন এই আদেশের পর আতঙ্কিত মানুষজন যৎসামান্য সামগ্রী নিয়ে গাড়ি, গাধা কিংবা পায়ে হেঁটে পালিয়ে যাচ্ছে।

আলজাজিরার সংবাদদাতা মোয়াথ আল-কাহলৌত জানান, সরে যাওয়ার জন্য জ্বালানির অভাবে পরিবহন সংকটে পড়েছেন অনেকে। ফলে পুরো পরিস্থিতি আরও বিশৃঙ্খল হয়ে উঠেছে।

তিনি বলেন, “মানুষ জানে না তারা কোথায় যাবে। সবাই দিশেহারা, আতঙ্কে।”



banner close
banner close