সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

রাশিয়াকে 'চড়া' শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৫ ১৬:৩৫

শেয়ার

রাশিয়াকে 'চড়া' শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
ছবি সংগৃহীত

রাশিয়ার ওপর চড়া শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেনট ডোনাল্ড ট্রাম্প। ৫০ দিনের মধ্যে ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি না করলে এই শাস্তি পেতে হবে মস্কোকে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরো অস্ত্র সরবরাহের চুক্তি ঘোষণা করেছে ওয়াশিংটন।

সোমবারের এই ঘোষণাগুলোকে যুক্তরাষ্ট্রের নীতির জন্য একটি নাটকীয় ইউ-টার্ন হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ মাত্র কয়েক সপ্তাহ আগেই মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধ করার ঘোষণা দেয়।

তবে রবিবার ট্রাম্প জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর তিনি ক্রমশ হতাশ হয়ে পড়ছেন। ট্রাম্প আশা প্রকাশ করেন, নতুন করে দেয়া অস্ত্রগুলো রাশিয়ার তিন বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেনে আগ্রাসনের দ্রুত অবসান ঘটাতে সাহায্য করবে।

ওভাল অফিসে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাথে বসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি পুতিনের ব্যাপারে হতাশ। এবার কোটি কোটি ডলারের মার্কিন অস্ত্র ইউক্রেনে যাবে। তিনি বলেন, তারা অস্ত্র তৈরি করছেন। সেগুলো ন্যাটোতে পাঠানো হবে। ট্রাম্প জানান, ওয়াশিংটনের ন্যাটো মিত্ররা অস্ত্রের দাম শোধ করবে। তিনি বলেন, এই অস্ত্রগুলোর মধ্যে প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র থাকবে।

তিনি আরো বলেন, পুতিন যদি ইউক্রেনের সাথে শান্তি চুক্তিতে স্বাক্ষরে ব্যর্থ হলে তিনি ৫০ দিনের মধ্যে "খুব কঠোর শুল্ক" আরোপ করবেন। যার মধ্যে ১০০ শতাংশ সেকেন্ডারি শুল্কও থাকবে। রাশিয়ার উপর তথাকথিত সেকেন্ডারি নিষেধাজ্ঞা আরোপের হুমকি বাস্তবায়িত হলে তা পশ্চিমা নিষেধাজ্ঞা নীতিতে একটি বড় পরিবর্তন নিয়ে আসবে।

যুদ্ধের সময় পশ্চিমা দেশগুলি মস্কোর সাথে তাদের বেশিরভাগ আর্থিক সম্পর্ক ছিন্ন করে। কিন্তু রাশিয়াকে অন্য দেশে তেল বিক্রি করতে করার ব্যাপারে বাধা দেয়নি। এর ফলে মস্কো চীন ও ভারতের মতো ক্রেতাদের কাছে তেল বিক্রি করে বিলিয়ন ডলার আয় করতে সক্ষম হচ্ছে।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা রয়টার্স সংবাদ সংস্থাকে জানিয়েছেন যে, ট্রাম্প রাশিয়ান পণ্যের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপের পাশাপাশি তার তেল কিনছে এমন অন্য দেশের উপর গৌণ নিষেধাজ্ঞার কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দলের আইনপ্রণেতারা এমন একটি বিলের জন্য চাপ দিচ্ছেন যা রাশিয়ান তেল আমদানি করা অন্য দেশগুলোকে লক্ষ্য করে এই ধরনের পদক্ষেপ গ্রহণের অনুমোদন দেবে। বিলটি ট্রাম্পকে রাশিয়াকে সাহায্যকারী যেকোনো দেশের উপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা দেবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে দেয়া এক বার্তায় বলেন, তিনি ট্রাম্পের সাথে কথা বলেছেন এবং "ইউক্রেনকে সমর্থন, হত্যাকাণ্ড বন্ধ এবং স্থায়ী ও ন্যায়সঙ্গত শান্তি প্রতিষ্ঠার জন্য একসাথে কাজ করে যাওয়ার জন্য ট্রাম্পের প্রস্তুতির জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন। সোমবার কিয়েভে ট্রাম্পের দূত কিথ কেলগের সাথে তার সফল আলোচনা হয়েছে। যেখানে ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, যৌথ অস্ত্র উৎপাদন এবং ইউরোপীয় দেশগুলির সাথে একসাথে মার্কিন অস্ত্র কেনা নিয়ে কথা হয়েছে।



banner close
banner close