সিরিয়ার দ্রুজ সম্প্রদায় অধ্যুষিত শহর সুইদায় স্থানীয় নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র উপজাতি সদস্যদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য জানিয়েছে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার সকালে দেওয়া বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, সুইদায় স্থানীয় সামরিক বাহিনী ও উপজাতি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে এ প্রাণহানি ঘটে। সংঘাত নিয়ন্ত্রণে সরাসরি হস্তক্ষেপের ঘোষণাও দিয়েছে তারা।
স্থানীয় সংবাদমাধ্যম সুইদা মেডিকেল সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, সহিংসতার কারণে দামেস্ক-সুইদা মহাসড়ক বন্ধ রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় গভর্নর মুস্তাফা আল-বাকুর জনগণকে শান্ত থাকার এবং জাতীয় সংহতির আহ্বানে সাড়া দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল-মে মাসে ওই এলাকায় দ্রুজ সম্প্রদায়ের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে বহু হতাহতের ঘটনা ঘটেছিল। তবে রোববারের এই সংঘর্ষ ছিল সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ সহিংসতা।
আরও পড়ুন:








