সৌদি আরবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হয়েছে। গত এক সপ্তাহে দেশটির বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে ২১ হাজার ৮৬৯ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১২ জুলাই) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)-র বরাতে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।
প্রতিবেদনে বলা হয়, আটক ব্যক্তিদের মধ্যে ১২ হাজার ৫৫৮ জন আবাসিক আইন লঙ্ঘন, পাঁচ হাজার ৫০০ জন সীমান্ত অতিক্রম এবং তিন হাজার ৮১১ জন শ্রম আইন ভঙ্গের দায়ে গ্রেপ্তার হয়েছেন।
এছাড়া সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় ২ হাজার ৭২ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৫২ শতাংশ ইথিওপীয়, ৪৭ শতাংশ ইয়েমেনি এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অন্যদিকে, সৌদি আরব থেকে প্রতিবেশী দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় আরও ২৮ জনকে আটক করা হয়েছে।
অভিযানের অংশ হিসেবে অবৈধ অভিবাসীদের আশ্রয় বা যাতায়াতের সহায়তা করার অভিযোগে আরও ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ যদি অবৈধভাবে কাউকে সৌদি আরবে প্রবেশে সহায়তা করে (যেমন যানবাহন বা আবাসন সুবিধা দিয়ে), তবে তার সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল (প্রায় ২ কোটি ৯৫ লাখ টাকা) জরিমানা এবং জড়িত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।
কোনো অবৈধ কার্যকলাপের তথ্য জানা গেলে মক্কা ও রিয়াদ অঞ্চলে ৯১১ নম্বরে এবং অন্যত্র ৯৯৯ বা ৯৯৬ নম্বরে যোগাযোগ করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
আরও পড়ুন:








