সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

১০০তম জন্মদিনের পর হাসপাতালে মাহাথির মোহাম্মদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৫ ১৮:২৭

শেয়ার

১০০তম জন্মদিনের পর হাসপাতালে মাহাথির মোহাম্মদ
ছবি সংগৃহীত

শারীরিক ক্লান্তি ও অবসাদজনিত কারণে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদ হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১৩ জুলাই) তার কার্যালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়, মাহাথির মোহাম্মদ বর্তমানে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং বিশ্রামে আছেন। পরিস্থিতি স্থিতিশীল এবং তিনি রোববার সন্ধ্যার মধ্যেই বাসায় ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, সম্প্রতি ১০০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক পিকনিক অনুষ্ঠানে অংশ নেন মাহাথির। সেখানে নিজেই গাড়ি চালিয়ে আসেন এবং এক ঘণ্টা সাইকেল চালানোর পর শারীরিক অস্বস্তি অনুভব করেন। পরে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করে বাসায় ফিরে যান। এর আগের দিন একই স্থানে তার স্ত্রী হাসমাহ মোহাম্মদ আলির ৯৯তম জন্মদিন উদযাপন করা হয়।

হৃদরোগে আক্রান্ত হওয়ার পুরোনো ইতিহাস রয়েছে মাহাথিরের। অতীতে একাধিকবার বাইপাস সার্জারির পাশাপাশি বিভিন্ন শারীরিক জটিলতায় তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। সর্বশেষ তিনি ২০২৩ সালের অক্টোবরে শ্বাসযন্ত্রের সংক্রমণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

তুন মাহাথির মোহাম্মদ প্রথমবার ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১৮ সালের সাধারণ নির্বাচনে বিরোধী জোট পাকাতান হারাপানের নেতৃত্বে পুনরায় ক্ষমতায় ফিরে আসেন। তবে দলীয় কোন্দলের জেরে ২০২০ সালে তার সরকার ভেঙে যায়।

সূত্র: রয়টার্স



banner close
banner close