রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

মিয়ানমারে বৌদ্ধ মঠে বিমান হামলা: ২৩ জন নিহত, আহত ৩০

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৫ ২১:৫৬

শেয়ার

মিয়ানমারে বৌদ্ধ মঠে বিমান হামলা: ২৩ জন নিহত, আহত ৩০
ছবি সংগৃহীত

মিয়ানমারের সাগাইং অঞ্চলের লিন তা লু গ্রামে একটি বৌদ্ধ মঠে ভয়াবহ বিমান হামলায় অন্তত ২৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার রাতভর চালানো এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর তথ্য অনুযায়ী, চলমান সংঘর্ষ থেকে বাঁচতে আশপাশের গ্রাম থেকে প্রায় দেড় শতাধিক মানুষ ওই মঠে আশ্রয় নিয়েছিলেন। রাত ১টার দিকে একটি জঙ্গিবিমান মঠের ভবনে বোমা ফেললে চার শিশুসহ ২৩ জন নিহত হন বলে জানিয়েছেন একটি বিদ্রোহী গোষ্ঠীর সদস্য।

স্থানীয় গণমাধ্যম ডেমোক্রেটিক ভয়েজ অব বার্মা জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে এবং তা ৩০ ছাড়াতে পারে। তবে দেশটির সামরিক বাহিনী এখনো এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি।

উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে সাগাইং অঞ্চলটি সামরিক বাহিনী ও বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষের কেন্দ্রে পরিণত হয়েছে।



banner close
banner close