গুয়াতেমালায় ভূমিকম্প-পরবর্তী বিশৃঙ্খলার মধ্যে লুটপাটের অভিযোগে পাঁচজনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় বাসিন্দারা। দেশটির পুলিশ জানিয়েছে, মঙ্গলবারের ৫.৭ মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সান্তা মারিয়া ডে জেসুস শহরে এ ঘটনা ঘটে।
পুলিশের মুখপাত্র সিজার মাতেও জানান, ভূমিকম্পে অনেক এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। সুযোগে একদল লোক ক্ষতিগ্রস্ত বাড়িঘরে লুটপাটে নামে বলে অভিযোগ ওঠে। পরে বৃহস্পতিবার রাতে বাসিন্দারা সংঘবদ্ধ হয়ে অভিযুক্তদের খুঁজে বের করে পিটিয়ে এবং আগুন দিয়ে হত্যা করে।
মাতেও বলেন, “যদিও ডাকাতি বেআইনি, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়াও একটি গুরুতর অপরাধ।”
স্থানীয় সূত্রে জানা যায়, লুটপাটের খবর পেয়ে অভিযুক্তদের আটক করতে গেলে জনতা নিরাপত্তা বাহিনীকেও বাধা দেয় এবং ঘটনাস্থলে সংঘর্ষ বাধে। পরে রাজধানীর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাকাতেপেকেজ বিভাগে সংঘটিত এই ঘটনায় পাঁচজন নিহত হয়।
গুয়াতেমালায় বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতা ও দুর্বলতা জনমনে ক্ষোভ তৈরি করেছে। দেশটির নাগরিক সমাজ সংগঠনগুলোর মতে, ২০০৮ থেকে ২০২০ সাল পর্যন্ত সেখানে গণপিটুনিতে ৩৬১ জন নিহত ও ১,৩৯৬ জন আহত হয়েছেন।
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আদিবাসী মায়ান সম্প্রদায়ের আবাসস্থল সান্তা মারিয়া ডে জেসুস। বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থা ও ভূমিধসের কারণে শহরটি একরকম বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সরকার সেখানে জরুরি মানবিক সহায়তা পাঠিয়েছে।
আরও পড়ুন:








