রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার উদ্যোগকে আসিয়ানের স্বাগত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৫ ০৭:১৮

আপডেট: ১২ জুলাই, ২০২৫ ০৭:২০

শেয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার উদ্যোগকে আসিয়ানের স্বাগত
ছবি সংগৃহীত

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় বাংলাদেশ ও মিয়ানমারের চলমান সহযোগিতা ও দ্বিপাক্ষিক উদ্যোগকে স্বাগত জানিয়েছে দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোট আসিয়ান।

৫৮তম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনের (এএমএম) শেষে শুক্রবার (১১ জুলাই) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে জোটটি জানায়, "রাখাইন রাজ্যে শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় মিয়ানমারের প্রচেষ্টায় আসিয়ান তাদের ধারাবাহিক সমর্থন পুনর্ব্যক্ত করছে।"

বিবৃতিতে রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রেক্ষাপটে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর নিরাপত্তা, মর্যাদা ও স্বেচ্ছা প্রত্যাবাসনের ওপর জোর দেওয়া হয়েছে। একইসঙ্গে রাখাইনের সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও পুনর্মিলন জোরদারের গুরুত্বও তুলে ধরা হয়।

বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে গৃহীত দ্বিপাক্ষিক পদক্ষেপগুলোর প্রশংসা করে আসিয়ান জানিয়েছে, প্রাথমিক প্রয়োজন মূল্যায়ন (PNA) অনুযায়ী প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সহযোগিতা অব্যাহত থাকবে। এছাড়া সমন্বিত প্রয়োজন মূল্যায়ন (CNA) বাস্তবায়নের অনুকূল পরিবেশ তৈরির প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

আসিয়ান মহাসচিবকে প্রত্যাবাসন প্রক্রিয়ায় কার্যকর অবদান রাখার জন্য সম্ভাব্য ক্ষেত্র চিহ্নিত করার আহ্বান জানানো হয়েছে।

মালয়েশিয়ার সভাপতিত্বে ৮ জুলাই শুরু হওয়া এই সম্মেলনের প্রতিপাদ্য ছিল "অন্তর্ভুক্তি ও টেকসইতা"। চার দিনের সম্মেলনে আসিয়ান সদস্য দেশসহ অংশীদার রাষ্ট্রসমূহের দেড় হাজারেরও বেশি প্রতিনিধি অংশ নেন।



banner close
banner close