ইসরায়েলের সঙ্গে চলমান সামরিক সংঘাতে ইরানে অন্তত ১২ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। বৃহস্পতিবার ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অধীনস্থ বাসিজ আধাসামরিক বাহিনীর মিডিয়া শাখা এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে জানানো হয়, নতুন করে আরও দুই গণমাধ্যমকর্মীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়ায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। সংস্থাটির দাবি, ইসরায়েল পরিকল্পিতভাবে সংবাদমাধ্যম অবকাঠামোর ওপর হামলা চালাচ্ছে, যাতে ‘সত্যের কণ্ঠস্বর’ স্তব্ধ হয়ে যায় এবং প্রতিরোধ ফ্রন্টের প্রচার ব্যাহত হয়।
গত ১৩ জুন শুরু হওয়া ইসরায়েলি অভিযানে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনার পাশাপাশি আবাসিক এলাকাতেও ভয়াবহ বোমা হামলা চালানো হয়। সংঘাতের সময় ইসরায়েল উত্তর তেহরানে রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্রেও আক্রমণ চালিয়েছে বলে জানা গেছে।
ইরানি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এই যুদ্ধে এখন পর্যন্ত মোট ১,০৬০ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে রয়েছেন সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী ও বহু বেসামরিক নাগরিক। আহতদের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাচ্ছেন, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
অন্যদিকে, ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলেও প্রাণহানি ঘটেছে। সরকারি হিসাব বলছে, ইরানে হামলার প্রতিশোধ হিসেবে চালানো আক্রমণে ইসরায়েলে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। ধ্বংস হয়েছে বহু স্থাপনা, যার মধ্যে একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারও রয়েছে।
এই সংঘাতের পরিণতি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:








