দীর্ঘদিনের যুদ্ধ ও মানবিক সংকটে বিপর্যস্ত ইয়েমেনে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন প্রায় ১ কোটি ৭০ লাখ মানুষ। এর মধ্যে ১০ লাখের বেশি শিশু রয়েছে, যারা প্রতিদিন অপুষ্টি ও অনাহারের শিকার হচ্ছে।
বুধবার (৯ জুলাই) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান টম ফ্লেচার এ তথ্য তুলে ধরেন নিরাপত্তা পরিষদের এক সভায়।
তিনি জানান, ৫ বছর বা তার কম বয়সী বহু শিশু তীব্র পুষ্টিহীনতায় ভুগছে। জরুরি সহায়তা না পৌঁছালে চলতি বছরের সেপ্টেম্বর নাগাদ অনাহারে থাকা মানুষের সংখ্যা ১ কোটি ৮০ লাখ ছাড়িয়ে যেতে পারে, এবং পুষ্টিহীনতার সংখ্যা পৌঁছাতে পারে ১২ লাখে। এর ফলে অনেকেই স্থায়ীভাবে শারীরিক অক্ষমতার শিকার হতে পারেন বলেও সতর্ক করেন তিনি।
উল্লেখ্য, ২০১৩ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে বিপর্যস্ত ইয়েমেন বর্তমানে আরব বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ হিসেবে বিবেচিত। যুদ্ধের প্রভাবে দেশটির অর্থনীতি ও খাদ্য সরবরাহব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে।
সূত্র: এপি
আরও পড়ুন:








