সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

ইউরোপে তীব্র তাপপ্রবাহে ১০ দিনে ২৩০০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ জুলাই, ২০২৫ ২১:১৯

শেয়ার

ইউরোপে তীব্র তাপপ্রবাহে ১০ দিনে ২৩০০ জনের মৃত্যু
ছবি সংগৃহীত

ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহে মাত্র ১০ দিনের ব্যবধানে ১২টি শহরে ২ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। বুধবার প্রকাশিত একটি গবেষণায় এ তথ্য উঠে এসেছে। আলজাজিরা এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

বিশ্লেষণে দেখা গেছে, ওই সময় পশ্চিম ইউরোপজুড়ে প্রচণ্ড গরম পড়েছিল। স্পেনে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় এবং ফ্রান্সে দাবানল ছড়িয়ে পড়ে। এতে জীবন ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ে।

গবেষণাটি বার্সেলোনা, মাদ্রিদ, লন্ডন, মিলানসহ ১২টি বড় শহর নিয়ে করা হয়, যেখানে মোট জনসংখ্যা তিন কোটির বেশি। গবেষকদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এসব শহরে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পায়।

ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষক বেন ক্লার্ক বলেন, “জলবায়ু পরিবর্তন আমাদের পৃথিবীকে আরও গরম করে তুলছে এবং তা পরিস্থিতিকে ভয়াবহভাবে বিপজ্জনক করে তুলছে।”

প্রভাষক গ্যারিফ্যালোস কনস্টান্টিনোডিস বলেন, “মাত্র ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়াই হাজারো মানুষের মৃত্যু ডেকে আনতে পারে। এ কারণেই তাপপ্রবাহকে বলা হয় ‘নীরব ঘাতক’।”

গবেষকরা জানান, অধিকাংশ তাপজনিত মৃত্যুর তথ্য সরকারি পরিসংখ্যানে আসেই না। ফলে চূড়ান্ত মৃত্যুর সংখ্যা জানাতে আরও সময় লাগতে পারে। এই গবেষণায় পিয়ার-রিভিউড (peer-reviewed) পদ্ধতি ব্যবহার করা হয়েছে।



banner close
banner close