সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

ভারতে জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্তে দুই পাইলট নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ জুলাই, ২০২৫ ১৮:৪৬

শেয়ার

ভারতে জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্তে দুই পাইলট নিহত
ছবি সংগৃহীত

ভারতের রাজস্থানে বিমান বাহিনীর একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বুধবার (৯ জুলাই) দুপুর ১টা ২৫ মিনিটে চুরু জেলার ভানোদা গ্রামের কাছে নিয়মিত প্রশিক্ষণ মিশনের সময় এই দুর্ঘটনা ঘটে।

ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, বিমানটি সুরতগড় ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। বিধ্বস্তের ঘটনায় বেসামরিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। নিহত পাইলটদের প্রতি গভীর শোক প্রকাশ করে বিমানবাহিনী জানিয়েছে, শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছে তারা।

এ নিয়ে চলতি বছরে তৃতীয়বারের মতো দেশটির জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হলো। এর আগে ৭ মার্চ হরিয়ানার পাঁচকুলা ও ১২ এপ্রিল গুজরাটের জামনগরে একই ধরনের দুর্ঘটনা ঘটে।

জাগুয়ার হলো দুই ইঞ্জিনবিশিষ্ট আক্রমণাত্মক যুদ্ধবিমান, যা এক বা দুই আসনের হতে পারে। পুরনো হলেও আধুনিকায়নের মাধ্যমে ভারতীয় বিমানবাহিনীতে এখনও ব্যবহৃত হয়ে আসছে এই বিমান। বর্তমানে প্রায় ১২০টি জাগুয়ার ছয়টি স্কোয়াড্রনে বিভক্ত হয়ে পরিচালিত হচ্ছে।

সূত্র: এনডিটিভি.



banner close
banner close