সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

রাজস্থানে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, মিলেছে মানবদেহের অংশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ জুলাই, ২০২৫ ১৬:৩৭

শেয়ার

রাজস্থানে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, মিলেছে মানবদেহের অংশ
ছবি সংগৃহীত

ভারতের রাজস্থানে বিমান বাহিনীর একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুর ১টা ২৫ মিনিটে চুরু জেলার ভানোদা গ্রামে একটি কৃষিজমিতে বিমানটি ভেঙে পড়ে। খবর হিন্দুস্তান টাইমসের।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানবদেহের অংশ দেখা গেছে। ধারণা করা হচ্ছে, বিমানে থাকা পাইলট বা পাইলটরা হয়তো বেঁচে নেই। প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। চলছে তদন্তও।

গত তিন মাসে এটি ভারতীয় বিমানবাহিনীর তৃতীয় বড় দুর্ঘটনা। এর আগে এপ্রিল মাসে জামনগর বিমানঘাঁটি থেকে উড্ডয়নকালে দুই আসনের আরেকটি জাগুয়ার বিমান মাঝআকাশে প্রযুক্তিগত ত্রুটিতে পড়ে। সেই দুর্ঘটনায় পাইলট সিদ্ধার্থ যাদব প্রাণ হারান।

এরও আগে, মার্চে হরিয়ানার পাঁচকুলায় একটি রুটিন প্রশিক্ষণ মিশনের সময় আরেকটি যুদ্ধবিমান দুর্ঘটনায় পড়ে।

ভারতীয় বিমানবাহিনীর বারবার এই ধরনের দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করছেন বিশ্লেষকরা।



banner close
banner close