নিজস্ব সামরিক ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি এবার প্রথমবারের মতো স্বীকার করেছে ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, সাম্প্রতিক হামলায় তাদের সামরিক অবকাঠামো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি দাবি করেন, ক্ষেপণাস্ত্রগুলোর “খুব সামান্য সংখ্যক” লক্ষ্যবস্তুতে আঘাত লেগেছে এবং ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো এখনো সক্রিয় রয়েছে।
ওই কর্মকর্তা হামলার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে অস্বীকৃতি জানান।
এর আগে, গত ৫ জুলাই যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দ্য টেলিগ্রাফ জানায়, টানা ১২ দিনের সংঘাতকালে ইরান কমপক্ষে পাঁচটি ইসরাইলি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের উত্তর, দক্ষিণ এবং কেন্দ্রস্থলে অবস্থিত এসব ঘাঁটির মধ্যে রয়েছে একটি প্রধান বিমান ঘাঁটি, একটি গোয়েন্দা তথ্য সংগ্রহ কেন্দ্র এবং একটি রসদ সরবরাহ স্থাপনা।
গত ১৩ জুন শুরু হওয়া এই সামরিক উত্তেজনায় ইসরাইল এখনো পর্যন্ত কোনো সেনা হতাহত বা সামরিক ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রকাশ করেনি। বরং তারা এতদিন ইরানের লক্ষ্যবস্তু হিসেবে কেবল বেসামরিক স্থাপনা এবং সাধারণ নাগরিকদের দাবি করে আসছিল। তবে এই নতুন স্বীকৃতির মাধ্যমে পরিস্থিতির বাস্তবতা আংশিক হলেও স্বীকার করলো ইসরাইল।
সূত্র: রয়টার্স, দ্য টেলিগ্রাফ।
আরও পড়ুন:








