মার্কিন স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ. কেনেডি জুনিয়রের কোভিড টিকা–সংক্রান্ত সাম্প্রতিক সিদ্ধান্তের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ছয়টি শীর্ষস্থানীয় চিকিৎসা ও জনস্বাস্থ্য সংস্থা ফেডারেল আদালতে মামলা করেছে। তাদের অভিযোগ, স্বাস্থ্যবান শিশু ও গর্ভবতী নারীদের জন্য টিকা না দেওয়ার সিদ্ধান্তটি বিজ্ঞানভিত্তিক নয় এবং জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।
ম্যাসাচুসেটসের একটি ফেডারেল আদালতে দায়ের করা মামলায় বাদী হয়েছে আমেরিকান পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন, আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস, ইনফেকশাস ডিজিজ সোসাইটি অব আমেরিকা, আমেরিকান কলেজ অব ফিজিশিয়ানসসহ আরও কয়েকটি শীর্ষ চিকিৎসাবিষয়ক প্রতিষ্ঠান। মামলায় ‘জেন ডো’ ছদ্মনামে একজন গর্ভবতী নারীও অংশ নিয়েছেন, যিনি নতুন নির্দেশনার কারণে টিকা নিতে পারেননি বলে অভিযোগ করেছেন।
২০২৫ সালের মে মাসে রবার্ট কেনেডি ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) আর স্বাস্থ্যবান শিশু ও গর্ভবতী নারীদের জন্য কোভিড টিকা নেওয়ার সুপারিশ করবে না। তাঁর দাবি, এই শ্রেণির মানুষের টিকার প্রয়োজন নেই। তবে বহু গবেষণায় দেখা গেছে, গর্ভবতী নারীরা কোভিডে আক্রান্ত হলে গুরুতর জটিলতা, গর্ভপাত বা মৃত সন্তান প্রসবের ঝুঁকিতে পড়েন।
আমেরিকান পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক ড. জর্জেস বেঞ্জামিন বলেন, "একজন গর্ভবতী নারী স্বাভাবিকভাবেই রোগপ্রতিরোধে দুর্বল হন। তাঁদের জন্য টিকা বাতিলের সিদ্ধান্ত সঠিক নয় এবং এটি বিশেষজ্ঞদের মতামত ছাড়াই নেওয়া হয়েছে।"
মামলায় আরও অভিযোগ করা হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী সিডিসির টিকাবিষয়ক ১৭ জন বিশেষজ্ঞকে বরখাস্ত করে তাঁদের স্থানে এমন ব্যক্তিদের নিয়োগ দিয়েছেন, যাঁরা টিকার কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। নতুন নিয়োগপ্রাপ্ত একজন সদস্য আর্থিক স্বার্থের দ্বন্দ্বে বৈঠকের আগেই পদত্যাগ করেন।
এই প্রেক্ষাপটে আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস সিডিসির টিকানীতির বৈঠক বর্জন করে জানায়, "আমরা এমন প্রক্রিয়ার অংশ হব না, যেখানে শিশুদের স্বাস্থ্য নিয়ে রাজনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়।"
বাদীপক্ষ আদালতের কাছে আবেদন জানিয়েছে, কোভিড টিকাকে পুনরায় সরকারি টিকা সূচিতে অন্তর্ভুক্ত করা হোক এবং স্বাস্থ্যমন্ত্রীর সিদ্ধান্ত যেন বৈজ্ঞানিক ও আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচাই করা হয়।
চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, জনস্বাস্থ্য-সংক্রান্ত যেকোনো নীতিনির্ধারণে বিজ্ঞানভিত্তিক ও স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করা জরুরি। তা না হলে তা জনসাধারণের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
এ বিষয়ে মার্কিন স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা সিডিসির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
আরও পড়ুন:








