সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

ট্রাম্পের দাবি ‘ভুল’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কথা অস্বীকার তেহরানের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৫ ২২:০২

শেয়ার

ট্রাম্পের দাবি ‘ভুল’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কথা অস্বীকার তেহরানের
ছবি সংগৃহীত

ইরান মঙ্গলবার স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চায়নি এবং কোনো বৈঠকের অনুরোধও করেনি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই হাফি বলেন, “আমাদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠকের অনুরোধ করা হয়নি।”

এর একদিন আগেই ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান আলোচনায় আগ্রহী এবং এরইমধ্যে আলোচনার সময় নির্ধারণ হয়েছে। যদিও ট্রাম্প সুনির্দিষ্ট সময় বা স্থান উল্লেখ করেননি।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ও পারমাণবিক আলোচনায় প্রধান প্রতিনিধি আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের দাবিকে নাকচ করে বলেন, “যদিও সাম্প্রতিক দিনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনায় ফিরে আসার ইঙ্গিত মিলেছে, আমরা কীভাবে আবারও বিশ্বাস স্থাপন করব?” ফিন্যানশিয়াল টাইমসে প্রকাশিত তার প্রবন্ধে তিনি এমন মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “সৎভাবে আলোচনায় সম্মত হওয়ার পরই পারমাণবিক অস্ত্রধারী দুটি রাষ্ট্র যৌথভাবে আমাদের ভূখণ্ডে হামলা চালিয়ে ইরানের সদিচ্ছার জবাব দিয়েছে। এখন নতুন করে সংলাপের বিষয়ে আমাদের যথেষ্ট সংশয় রয়েছে।”

গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকায় নজিরবিহীন বিমান হামলা চালায়, যাতে নিহত হন বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী। এই ঘটনার কয়েকদিন পর ২২ জুন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ফোরদো, ইসফাহান ও নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর আগ পর্যন্ত যুক্তরাষ্ট্র ১২ এপ্রিল থেকে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিল।

এদিকে, আলোচনার সম্ভাবনার বিষয়ে ইতিবাচক বক্তব্য দেওয়ায় সমালোচনার মুখে পড়েছেন সদ্য নির্বাচিত ইরানি প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “যদি পারস্পরিক আস্থার পরিবেশ তৈরি হয়, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আমাদের কোনো সমস্যা নেই।”

তবে এই মন্তব্যকে কেন্দ্র করে ইরানের কট্টরপন্থী গণমাধ্যমগুলো প্রেসিডেন্টকে ‘অত্যধিক নমনীয়’ বলে অভিহিত করেছে। কায়হান পত্রিকার সম্পাদকীয়তে লেখা হয়, “আপনি কি ভুলে গেছেন—এই একই মার্কিনিরাই আলোচনার আড়ালে হামলার প্রস্তুতি নিয়েছিল?” রক্ষণশীল জাভান পত্রিকাও পেজেশকিয়ানের বক্তব্যকে ‘অত্যন্ত নমনীয়’ বলে সমালোচনা করে।

তবে সংস্কারপন্থী হাম মিহান পত্রিকা প্রেসিডেন্টের দৃষ্টিভঙ্গির প্রশংসা করে বলেছে, “এই সাক্ষাৎকার অনেক আগেই হওয়া উচিত ছিল। ইরানি কর্মকর্তাদের আন্তর্জাতিক গণমাধ্যমে অনুপস্থিতি দীর্ঘস্থায়ী হয়ে উঠেছে।”

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৬০ জন নিহত হয়েছেন। অপরদিকে, পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন অন্তত ২৮ জন। দুই দেশের মধ্যে গত ২৪ জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।



banner close
banner close