আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইচ্ছা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসের এক ডিনার আয়োজনে মঙ্গলবার সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ট্রাম্প জানান, ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করার পরিকল্পনা রয়েছে এবং উপযুক্ত সময়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। তিনি বলেন, “ইরানকে পুনর্গঠনের একটি সুযোগ দেওয়া প্রয়োজন। আমি চাই, তারা শান্তিপূর্ণভাবে নিজেদের অবস্থান বদলাক।”
ট্রাম্পের মতে, অতীতে ‘আমেরিকার মৃত্যু হোক’ বা ‘ইসরায়েলের মৃত্যু হোক’ জাতীয় স্লোগান দেওয়া ইরান এখন আর মধ্যপ্রাচ্যের দাঙ্গাবাজ হিসেবে টিকে থাকতে পারবে না। তিনি আরও বলেন, “ইরান একটি সম্ভাবনাময় দেশ। তাদের তেল সম্পদ আছে, এবং তারা বুদ্ধিমান ও পরিশ্রমী জাতি।”
তবে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনও আলোচনা প্রস্তাব পাওয়া যায়নি।
এদিকে সিরিয়ায় সরকারের পতনের পর নতুন সরকার ক্ষমতায় আসায় যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নেওয়ার পর এই পরিবর্তন আসে।
প্রসঙ্গত, ইরানের পরমাণু স্থাপনায় হামলায় অংশ নেওয়া মার্কিন বিমান বাহিনীর পাইলটদেরও প্রশংসা করেছেন ট্রাম্প। তার ভাষায়, “তারা সাহসিকতার সঙ্গে কাজ করেছে।”
সূত্র: বিবিসি।
আরও পড়ুন:








