রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

চীনের প্রতিরক্ষা সহায়তা পেল ইরান, বিনিময়ে তেল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৫ ১৭:৫৩

শেয়ার

চীনের প্রতিরক্ষা সহায়তা পেল ইরান, বিনিময়ে তেল
ছবি সংগৃহীত

দখলদার ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর ইরানকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে চীন। চীনা নির্মিত সারফেস-টু-এয়ার মিসাইল (SAM) ব্যাটারিগুলো ইতিমধ্যে ইরানে পৌঁছেছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

মঙ্গলবার (৮ জুলাই) মিডল ইস্ট আই’কে দেওয়া সাক্ষাৎকারে এক আরব কর্মকর্তা জানান, যুদ্ধের সময় ইরানের অনেক প্রতিরক্ষা অবকাঠামো ধ্বংস হয়ে যায়। সেই ক্ষতি পুষিয়ে নিতে বেইজিং থেকে এসব প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের মিত্র কয়েকটি আরব দেশ চীন-ইরানের এই সহযোগিতা সম্পর্কে ওয়াকিবহাল। এমনকি তারা ওয়াশিংটনকেও বিষয়টি জানিয়েছে।

চীনের কাছ থেকে ইরান ঠিক কতগুলো প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে, সে সংখ্যা নির্দিষ্টভাবে জানা না গেলেও সূত্র জানিয়েছে, এসব সরঞ্জামের মূল্য ইরান তেল দিয়ে পরিশোধ করছে। ইরানের ৯০ শতাংশ তেলই চীনে রপ্তানি হয়, যা যুক্তরাষ্ট্রের জ্বালানি প্রশাসনের তথ্যেও উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন ইরানের কাছ থেকে নিয়মিত তেল আমদানি করছে। নিষেধাজ্ঞা এড়াতে মালয়েশিয়াকে ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে ব্যবহার করা হচ্ছে, যাতে উৎস দেশ চিহ্নিত না হয়।

যুদ্ধ চলাকালে অনেক পশ্চিমা দেশ ধারণা করেছিল, ইরান থেকে চীন ও রাশিয়া দূরত্ব বজায় রাখবে। কিন্তু যুদ্ধশেষে ইরানের পুনর্গঠনে সরাসরি সহায়তা শুরু করেছে চীন। ইসরায়েলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান, পরমাণু বিজ্ঞানীসহ শীর্ষ নেতারা নিহত হন। ইরানের দাবি, ওই যুদ্ধে ১ হাজার ৬ জন ইরানি নিহত হয়েছে।



banner close
banner close