মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ০ পৌষ, ১৪৩২

ভারতে রয়টার্সের এক্স অ্যাকাউন্ট স্থগিত, দায় অস্বীকার কেন্দ্রীয় সরকারের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ জুলাই, ২০২৫ ২১:৫৮

শেয়ার

ভারতে রয়টার্সের এক্স অ্যাকাউন্ট স্থগিত, দায় অস্বীকার কেন্দ্রীয় সরকারের
ছবি সংগৃহীত

ভারতে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের প্রধান এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) প্রদর্শিত একটি বার্তায় জানানো হয়েছে, ‘আইনি দাবির প্রেক্ষিতে @Reuters অ্যাকাউন্ট ভারতে স্থগিত করা হয়েছে।’ তবে এই সিদ্ধান্তের দায় অস্বীকার করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।

সরকারের এক মুখপাত্র বিবৃতিতে জানান, “রয়টার্সকে ব্লক করার জন্য ভারতের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আমরা এক্স কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।”

ভারতীয় দৈনিক দ্য হিন্দু জানায়, মে মাসে পরিচালিত ‘অপারেশন সিন্দুর’-এর সময় রয়টার্সসহ শতাধিক অ্যাকাউন্ট ব্লক করার প্রস্তাব উঠেছিল। যদিও সে সময় রয়টার্সের অ্যাকাউন্ট ব্লক করা হয়নি।

সরকারি এক সূত্র জানায়, ৭ মে ওই সময় একটি আদেশ জারি হয়েছিল, কিন্তু তা কার্যকর করা হয়নি। ধারণা করা হচ্ছে, এক্স কর্তৃপক্ষ এখন ভুলবশত সেই পুরনো আদেশ কার্যকর করেছে। বিষয়টি বর্তমানে অপ্রাসঙ্গিক হওয়ায় এক্সকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে রয়টার্সের কাছে মন্তব্য জানতে চেয়ে ইমেইল পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

রয়টার্সের অন্যান্য বিভাগীয় এক্স অ্যাকাউন্ট যেমন Reuters Tech News, Reuters Fact Check, Reuters Asia ও Reuters China এখনও ভারতে চালু রয়েছে। তবে Reuters ও Reuters World অ্যাকাউন্ট দুটি ভারতে স্থগিত আছে।

এক্সের সহায়তা কেন্দ্রের ভাষ্য অনুযায়ী, স্থানীয় আইন বা আদালতের নির্দেশনার ভিত্তিতে কোনো দেশের জন্য নির্দিষ্ট অ্যাকাউন্ট বা পোস্ট স্থগিত করা হলে, এমন বার্তা প্রদর্শিত হয়।



banner close
banner close