ইরানের পশ্চিমাঞ্চলীয় খোররামাবাদ শহরে ইসরাইলি হামলার সময় ফেলে যাওয়া বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দুই সদস্য নিহত হয়েছেন। রোববার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ।
তাসনিমের প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসনের সময় ছোড়া বিস্ফোরক অপসারণের দায়িত্ব পালনকালে দুর্ঘটনায় প্রাণ হারান দুই গার্ড সদস্য। একই দিনে ইয়াজদ প্রদেশে ইসরাইলি হামলায় আহত এক ইরানি সেনাও হাসপাতালে মারা যান বলে জানিয়েছে ফার্স নিউজ।
গত ১৩ জুন ইসরাইল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় একযোগে হামলা শুরু করে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও হামলা চালালে মধ্যপ্রাচ্যে টানা ১২ দিন ধরে যুদ্ধাবস্থা বিরাজ করে।
ইসরাইলের দাবি, তারা ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি থামাতেই হামলা চালিয়েছে। তবে তেহরান এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। সংঘাত চলাকালে নিহত হন ইরানের বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা, আইআরজিসি সদস্য ও শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী।
ইরানের বিচার বিভাগ জানায়, ইসরাইলি হামলায় দেশজুড়ে অন্তত ৯০০ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক বেসামরিক নাগরিক রয়েছেন। অন্যদিকে, ইরানের পাল্টা হামলায় ইসরাইলে অন্তত ২৮ জন নিহত হয়েছে বলে তেহরান দাবি করেছে।
চলমান উত্তেজনার অবসান ঘটে ২৪ জুন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায়। ওইদিন উভয় দেশ আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়।
যুদ্ধবিরতির পর শনিবার প্রথমবারের মতো জনসম্মুখে হাজির হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি তেহরানে এক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন, যা রাষ্ট্রীয় গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।
এছাড়া, যুদ্ধকালীন বন্ধ থাকা আকাশপথ পুনরায় চালুর ঘোষণা দিয়েছে ইরান। বৃহস্পতিবার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হয়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন:








