মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ০ পৌষ, ১৪৩২

রুশ বাহিনীর ৩ শতাধিক ড্রোন হামলা, খারকিভে আগ্রাসনের শঙ্কা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ জুলাই, ২০২৫ ১৯:০৪

শেয়ার

রুশ বাহিনীর ৩ শতাধিক ড্রোন হামলা, খারকিভে আগ্রাসনের শঙ্কা
ছবি সংগৃহীত

ইউক্রেনজুড়ে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার (৫ জুলাই) রাতভর ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ৩ শতাধিক ড্রোন পাঠায় মস্কো। দেশটির সেনাবাহিনীর দাবি, দেড় শতাধিক ড্রোন ভূপাতিত করা হয়েছে।

রাশিয়ার এই হামলার আগে ইউক্রেনীয় বাহিনী পাল্টা আক্রমণে রাশিয়ার ভোরোনেজ অঞ্চলের একটি বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালায়। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ওই হামলায় বেশ কয়েকটি রুশ প্রশিক্ষণ বিমান ও গ্লাইড বোমা ধ্বংস হয়েছে। হামলার পর সতর্কতা হিসেবে কিছু শহরের বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখে রাশিয়া।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাঁচ ঘণ্টার ব্যবধানে তারা অন্তত ৫০টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। এর পাল্টা প্রতিক্রিয়াতেই ইউক্রেনজুড়ে চালানো হয় সমন্বিত ড্রোন হামলা।

রুশ বাহিনী দোনেৎস্ক সীমান্তবর্তী আরও দুটি গ্রাম দখলে নিয়েছে বলে দাবি করেছে। অপরদিকে ইউক্রেনের শীর্ষ সেনা কর্মকর্তা জানিয়েছেন, উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে রাশিয়া নতুন করে বড় ধরনের সামরিক আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এ হামলাকে গত তিন বছরে ইউক্রেনের বিরুদ্ধে সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বলে অভিহিত করেছেন। তিনি জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান।

এদিকে, রুশ আগ্রাসন বাড়লেও ইউক্রেনের প্রতি পশ্চিমা অস্ত্র ও আর্থিক সহায়তা কমে এসেছে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন পুনর্গঠন তহবিলের অর্থ সংগ্রহ কার্যক্রম স্থগিত করেছে মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকরক। তবে ফ্রান্স বিকল্প তহবিল গঠনের ঘোষণা দিয়েছে।



banner close
banner close