ভারতের মধ্যপ্রদেশে স্কুল সংস্কারকাজে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। একটি মাত্র দেয়াল ও ১৪টি দরজা-জানালায় রঙের কাজে ৬৫৮ জন মিস্ত্রির দেখানো খরচ ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক ও প্রশাসনিক তৎপরতা।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে জানায়, শাহদোল জেলার সাকান্দি গ্রামের একটি সরকারি স্কুলে মাত্র একটি দেয়াল রঙ করতে চার লিটার রঙ, ২৩৩ জন মিস্ত্রি এবং ১ লাখ ৭ হাজার রুপি খরচ দেখানো হয়েছে। আর নিপানিয়া গ্রামের আরেকটি স্কুলে চারটি দরজা ও ১০টি জানালায় রঙের জন্য দেখানো হয়েছে ২০ লিটার রঙ, ৪২৫ জন মিস্ত্রি ও ২ লাখ ৫০ হাজার রুপি।
দুটি প্রকল্পেই কাজ করেছে 'সুধাকর কনস্ট্রাকশন' নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। বিল তৈরি হয়েছে চলতি বছরের ৫ মে। নিপানিয়ার স্কুলে বিল অনুমোদন দিয়েছেন অধ্যক্ষ, যা হয়েছে বিল তৈরির প্রায় এক মাস পর এবং নিয়মবহির্ভূতভাবে।
সরকারি নিয়ম অনুযায়ী, কোনো সংস্কারকাজের বিল অনুমোদনের আগে কাজের স্থিরচিত্রসহ যাচাই প্রতিবেদন সংযুক্ত করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু এ দুই ক্ষেত্রে সে প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।
ঘটনার পরিপ্রেক্ষিতে জেলার স্কুল পরিদর্শক ফুল সিং মারপাচি গণমাধ্যমকে জানান, “দুটি স্কুলের বিল ভাইরাল হয়েছে। তদন্ত চলছে। অনিয়মের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি নিয়ে রাজ্যজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা বলছেন, শিশুদের শিক্ষা ও উন্নয়নের জন্য বরাদ্দ অর্থ আত্মসাতের এই চেষ্টা ভয়াবহ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাখে।
প্রশাসনের তদন্তে প্রকৃত তথ্য উদ্ঘাটিত হলে বোঝা যাবে, এটি বিচ্ছিন্ন অনিয়ম, না কি পেছনে রয়েছে বৃহত্তর দুর্নীতির চক্র।
আরও পড়ুন:








