ছবি: সংগৃহীত
শুক্রবার সন্ধ্যায় কুয়েতের সাবাহ আল-আহমদ মেরিন ড্রাইভ এলাকার সমুদ্র সৈকতে এক ব্যক্তি পানিতে ডুবে মারা গেছেন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।
আল-মুহাল্লাব ফায়ার অ্যান্ড মেরিন রেসকিউ সেন্টারের একটি উদ্ধারকারী দলকে দ্রুত পাঠানো হলেও, তারা পৌঁছানোর আগেই ঐ ব্যক্তি মৃত্যুবরণ করেন।
পরে উদ্ধারকারীরা মৃতদেহটি উদ্ধার করে আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন:








