মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে লেবাননে ফের ইসরায়েলি হামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৫ ০৮:০৮

শেয়ার

যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে লেবাননে ফের ইসরায়েলি হামলা
ছবি সংগৃহীত

যুদ্ধবিরতির শর্ত ভেঙে ফের লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ প্রদেশের আইতা আল-শাব শহরে একটি বাড়ি, মারজাইউন শহরের একটি পোশাক কারখানা এবং মেইস এল জাবালের একটি সরকারি বুলডোজারে গোলাবর্ষণ করে ইসরায়েলি সেনাবাহিনী। হামলায় সব স্থাপনাই ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি।

এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এক মাসব্যাপী সেই অভিযানে হিজবুল্লাহর বেশিরভাগ ঘাঁটি ধ্বংস এবং সংগঠনটির শীর্ষ নেতাদের হত্যা করা হয়। এরপর দক্ষিণ লেবাননে ঘাঁটি স্থাপন করে আইডিএফ।

তবে আন্তর্জাতিক চাপে ২০২৪ সালের নভেম্বরে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে ইসরায়েলের সেনা প্রত্যাহার এবং নতুন করে কোনো অভিযান না চালানোর প্রতিশ্রুতি ছিল। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও ইসরায়েলি সেনারা লেবানন ত্যাগ করেনি। বরং সাম্প্রতিক হামলা যুদ্ধবিরতির চুক্তির সরাসরি লঙ্ঘন।

এদিকে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ২০২৫ সালের নভেম্বরে হিজবুল্লাহ যদি অস্ত্র সমর্পণ না করে, তবে ডিসেম্বর থেকে আবারও সামরিক অভিযান শুরু করবে আইডিএফ। তবে হিজবুল্লাহ সাফ জানিয়ে দিয়েছে, তারা কখনোই অস্ত্র সমর্পণ করবে না।

সূত্র: আনাদোলু এজেন্সি



banner close
banner close