দূরপাল্লার সামরিক সক্ষমতা বাড়াতে নিজস্ব প্রযুক্তিতে নতুন ভার্সনের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল (ICBM) ‘অগ্নি-৫’ তৈরি করছে ভারত। এই ক্ষেপণাস্ত্র ৫ হাজার কিলোমিটারেরও বেশি দূরত্বে পারমাণবিক অস্ত্র নিয়ে আঘাত হানতে পারবে। পাশাপাশি তৈরি হচ্ছে বাংকার বাস্টার ভার্সন, যা শত্রুপক্ষের ভূগর্ভস্থ নিরাপদ ঘাঁটিও গুঁড়িয়ে দিতে পারবে।
ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) জানিয়েছে, দুই ধরনের অগ্নি-৫ প্রস্তুত হচ্ছে। এর একটি সুপারসনিক বাংকার বাস্টার, যা ৮০ থেকে ১০০ মিটার গভীর বাংকার ভেদ করে সাড়ে সাত হাজার কিলোগ্রাম বিস্ফোরক নিয়ে আঘাত হানতে পারবে। এটি প্রায় ২,৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
অপর ভার্সনটি পারমাণবিক অস্ত্রবাহী, যার পাল্লা ৫,০০০ কিলোমিটারের বেশি। ভারতের দাবি, এটি যুক্তরাষ্ট্রের জিবিইউ-৫৭ বাংকার বাস্টারের মতোই শক্তিশালী হবে। উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের একটি পরমাণু কেন্দ্রে এ ধরনের বোমা ফেলে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে।
সাবেক ভারতীয় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য জার্মান সংবাদমাধ্যম ডিডব্লিউ-কে বলেন, “এটি ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এটি প্রতিপক্ষের প্রতি শক্তির বার্তা পাঠাবে এবং একটি কার্যকর ডেটারেন্ট হিসেবে কাজ করবে।”
বিশ্লেষকদের মতে, অগ্নি-৫-এর এই উন্নত সংস্করণ ভারতের কৌশলগত প্রতিরক্ষা কাঠামোকে আরও দৃঢ় করবে এবং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করবে।
আরও পড়ুন:








