গাজার মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, গাজার মানুষ যেন নিরাপদে থাকতে পারে, সেটিই তার কাম্য। ফিলিস্তিনিদের অবস্থা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, “ওরা সত্যিই নরকের ভেতর দিয়ে গেছে।”
তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন ট্রাম্প।
সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয়— তিনি কি এখনও চান যে যুক্তরাষ্ট্র গাজা নিয়ন্ত্রণ করুক? জবাবে ট্রাম্প সরাসরি তা না বললেও গাজার জনগণের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো গাজা নিয়ন্ত্রণে নেওয়ার প্রস্তাব দেন ট্রাম্প, যা বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। এরপরও বিভিন্ন সময়ে তিনি একই প্রস্তাব সামনে আনেন।
এই সপ্তাহের শুরুতে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প আশা প্রকাশ করেন, “আগামী সপ্তাহেই গাজায় যুদ্ধবিরতি হতে পারে।” তিনি আরও জানান, ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে গাজা ও ইরান ইস্যুতে বৈঠকে বসার পরিকল্পনা রয়েছে তার।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় ধারাবাহিক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এ অভিযানকে ‘গণহত্যা’ হিসেবে চিহ্নিত করেছে।
এই হামলায় এখন পর্যন্ত ৫৭ হাজার ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। পরিস্থিতির ভয়াবহতায় চরম মানবিক সংকটে পড়েছে গাজাবাসী।
আরও পড়ুন:








