মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

ইরানের তেল পাচার ও হিজবুল্লাহর অর্থ সংস্থায় মার্কিন নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৫ ০৭:৫৭

শেয়ার

ইরানের তেল পাচার ও হিজবুল্লাহর অর্থ সংস্থায় মার্কিন নিষেধাজ্ঞা
ছবি সংগৃহীত

ইরাকি তেলের আড়ালে ইরানি তেল পাচার এবং হিজবুল্লাহ-নিয়ন্ত্রিত একটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৩ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানায় মার্কিন ট্রেজারি বিভাগ। খবর রয়টার্সের।

ট্রেজারি বিভাগের বিবৃতিতে বলা হয়, ইরাকি-ব্রিটিশ নাগরিক সেলিম আহমেদ সাইদের নেতৃত্বে পরিচালিত একাধিক কোম্পানির একটি নেটওয়ার্ক ২০২০ সাল থেকে কোটি কোটি ডলারের ইরানি তেল বিক্রি করে আসছে। তারা ইরাকি তেলের সঙ্গে ইরানি তেল মিশিয়ে জালিয়াতির মাধ্যমে তা ইরাকি পণ্যের নামে বাজারজাত করে আসছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, সাইদের কোম্পানিগুলো নিষেধাজ্ঞা এড়াতে জাল নথিপত্র ব্যবহার করে এসব তেল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, বিশেষ করে ইরাক ও সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে পশ্চিমা ক্রেতাদের কাছে সরবরাহ করত।

এছাড়া, ইরানি তেলের গোপন সরবরাহে ব্যবহৃত একাধিক জাহাজের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একইসঙ্গে হিজবুল্লাহ-নিয়ন্ত্রিত একটি আর্থিক প্রতিষ্ঠানকেও টার্গেট করা হয়েছে নতুন এ পদক্ষেপে।

মার্কিন ট্রেজারি বিভাগ বলছে, এসব নিষেধাজ্ঞার লক্ষ্য ইরানের তেল বিক্রি এবং হিজবুল্লাহর মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অর্থায়ন নেটওয়ার্ক দুর্বল করা।



banner close
banner close