মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

কানাডার ছয় বিমানবন্দরে বোমা হামলার হুমকি, সাময়িক স্থগিত ফ্লাইট চলাচল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৫ ০৭:৩৭

শেয়ার

কানাডার ছয় বিমানবন্দরে বোমা হামলার হুমকি, সাময়িক স্থগিত ফ্লাইট চলাচল
ছবি সংগৃহীত

কানাডার অটোয়া, মন্ট্রিয়লসহ ছয়টি আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলার হুমকির জেরে সাময়িকভাবে ফ্লাইট ছাড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপোর্ট কানাডা এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

রয়টার্স জানায়, বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে হুমকির পর অটোয়ার ম্যাকডোনাল্ড-কার্টিয়ার আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

তবে মন্ট্রিয়লের পিয়েরে এলিয়ট ট্রুডো আন্তর্জাতিক বিমানবন্দরের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য আসেনি।

কানাডার বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা নেভ কানাডা এক বিবৃতিতে জানায়, তাদের কয়েকটি স্থাপনাকে লক্ষ্য করে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। এসব স্থান থেকে কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

এফএএ জানায়, বোমা হামলার হুমকির পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়। ট্রান্সপোর্ট কানাডা বলেছে, তারা সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষ, নেভ কানাডা এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে যাতে যাত্রী, কর্মী ও অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা যায়।

ট্রান্সপোর্ট কানাডা আরও জানিয়েছে, সকালে ঘটে যাওয়া ঘটনার প্রভাবে আগামী কয়েক ঘণ্টা ফ্লাইট চলাচলে বিলম্ব হতে পারে।

ফ্লাইট পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়্যার জানায়, অটোয়া থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটগুলো গড়ে ৬৫ মিনিট দেরিতে ছাড়ছে।

এদিকে, অটোয়া পুলিশ সার্ভিস এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, তারা বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তদন্ত চালাচ্ছে।



banner close
banner close