মার্কিন প্রযুক্তি কোম্পানি মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে বেরিয়ে যেতে বলা হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে একটি উচ্চপর্যায়ের প্রতিরক্ষা বৈঠকের সময় এ ঘটনা ঘটে। এনবিসি নিউজের বরাতে হিন্দুস্তান টাইমস এমন তথ্য জানিয়েছে।
জানা যায়, বৈঠকে মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা অংশ নিয়েছিলেন। আলোচনার বিষয় ছিল যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর নতুন প্রজন্মের যুদ্ধবিমান প্রকল্প। এ সময় জাকারবার্গের উপস্থিতিতে উপস্থিত কর্মকর্তারা বিস্মিত ও শঙ্কিত হয়ে পড়েন, কারণ তিনি ওই বৈঠকের অনুমোদিত সদস্য ছিলেন না এবং তার কাছে প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়পত্রও ছিল না।
ফলে তাকে অবিলম্বে কক্ষ ত্যাগ করতে বলা হয়। এক নিরাপত্তা কর্মকর্তার ভাষায়, পুরো ঘটনাটি ছিল “বিজেয়ার ওয়ার্ল্ড”-এর মতো, অর্থাৎ সম্পূর্ণ অস্বাভাবিক ও বাস্তবতাবিরোধী।
তবে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল-এ প্রকাশিত প্রতিবেদনে। সেখানে হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেন, জাকারবার্গ প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে শুধু সৌজন্যমূলকভাবে ‘হ্যালো’ বলতে কক্ষে প্রবেশ করেন এবং পরে নিজেই বেরিয়ে যান। তার সঙ্গে প্রেসিডেন্টের একটি পৃথক বৈঠক নির্ধারিত ছিল, যা সামরিক কর্মকর্তাদের বৈঠক শেষে হওয়ার কথা ছিল।
উল্লেখ্য, মার্ক জাকারবার্গের রাজনৈতিক অবস্থান বরাবরই আলোচনার কেন্দ্রে। এক সময় তিনি অভিবাসনপন্থী ও ডেমোক্র্যাটদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে রিপাবলিকানদের প্রতি তার আনুগত্য স্পষ্ট হয়ে উঠেছে। ২০২৫ সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফা অভিষেক অনুষ্ঠানেও জাকারবার্গ উপস্থিত ছিলেন। সেখানে জেফ বেজোস ও ইলন মাস্কও উপস্থিত ছিলেন। তবে মাস্ক ও ট্রাম্পের মধ্যে সম্পর্কের টানাপড়েনের খবরও সম্প্রতি প্রকাশ পেয়েছে।
আরও পড়ুন:








