মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

কাজাখস্তানে বোরকা-নিকাব নিষিদ্ধ, মুখ ঢেকে রাখা যাবে না জনসমক্ষে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ জুলাই, ২০২৫ ১৬:২২

শেয়ার

কাজাখস্তানে বোরকা-নিকাব নিষিদ্ধ, মুখ ঢেকে রাখা যাবে না জনসমক্ষে
ছবি সংগৃহীত

সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ কাজাখস্তানে জনসমক্ষে বোরকা ও নিকাব পরা নিষিদ্ধ করা হয়েছে। সম্প্রতি দেশটির পার্লামেন্টে আইনটি পাস হওয়ার পর প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত তোকায়েভ এতে চূড়ান্ত অনুমোদন দেন। বুধবার পাকিস্তানি গণমাধ্যম ডন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নতুন আইনে বলা হয়েছে, জনসমক্ষে এমন কোনো পোশাক পরা যাবে না যা মুখ শনাক্ত করতে বাধা দেয়। সরকার বলছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ মুখ ঢেকে রাখলে কাউকে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে, যা আইনশৃঙ্খলা রক্ষায় সমস্যা সৃষ্টি করে।

তবে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে এ নিষেধাজ্ঞার ব্যতিক্রম থাকবে। চিকিৎসাজনিত প্রয়োজনে, ঠান্ডা আবহাওয়ার কারণে, পেশাগত প্রয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা জরুরি সেবার কাজের সময় মুখ ঢেকে রাখা যাবে।

এর আগেও কাজাখস্তানে ধর্মীয় পোশাকের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। ২০১৭ সালে স্কুলছাত্রীদের হিজাব পরা নিষিদ্ধ করা হয় এবং ২০২৩ সালে শিক্ষকদেরও একই নির্দেশনার আওতায় আনা হয়।

প্রসঙ্গত, এর আগেও মধ্য এশিয়ার আরও দুটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ—উজবেকিস্তান ও কিরগিজস্তান—মৌলবাদ প্রতিরোধের লক্ষ্যে অনুরূপ নিষেধাজ্ঞা জারি করেছে।



banner close
banner close