মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

মালির একাধিক সেনা ছাউনিতে সিরিজ সন্ত্রাসী হামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ জুলাই, ২০২৫ ১৩:১৯

শেয়ার

মালির একাধিক সেনা ছাউনিতে সিরিজ সন্ত্রাসী হামলা
ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ মালির বিভিন্ন শহরের বেশ কয়েকটি সেনা ছাউনিতে সিরিজ জঙ্গি হামলা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকালের দিকে একযোগে এই হামলা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মালি সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর)।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, ‘মঙ্গলবার সকালের দিকে মালির বিভিন্ন শহরের সেনা ছাউনি লক্ষ্য করে একযোগে জঙ্গি হামলা ঘটে। সেনা কর্মকর্তা এবং সদস্যরা সেই হামলা প্রতিহত করেছে এবং বিভিন্ন ছাউনিতে সর্বমোট ৮০ জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছে।

আইএসপিআরের বিবৃতিতে আর কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

এদিকে জামায়াত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমিন (জেনিম) নামের একটি কট্টর ইসলামপন্থি সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। বিবৃতিতে জেনিম দাবি করেছে যে মালির অন্তত ৩টি সেনা ছাউনির দখল নিয়েছে তারা। জেনিম মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল কায়দা নেটওয়ার্কের সঙ্গে সম্পর্কিত।

তবে জেনিমের এই দাবি উড়িয়ে দিয়েছেন মালি সেনাবাহনীর মুখপাত্র কর্নেল সোলেইমানি দেম্বেলে। দেশটির রাষ্টায়ত্ত টেলিভিশনকে দেম্বেলে জানিয়েছেন, ‘যেসব ছাউনিতে হামলা হয়েছে, প্রতিটিতেই শত্রুরা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। সুতরাং ছাউনি দখল করার প্রশ্নই আসে না।’

কর্নেল দেম্বেলে আরও জানিয়েছেন, সেনা ছাউনিতে হামলা করে যেসব অস্ত্র, গোলাবারুদ, যানবাহন ও মোটরসাইকেল লুট করে নিয়ে গিয়েছিল সন্ত্রাসীরা, সেগুলোও অনেকাংশে উদ্ধার করা সম্ভব হয়েছে।



banner close
banner close