রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রেই ভূপাতিত হয়েছিল আজারবাইজান এয়ারলাইন্সের ফ্লাইট ৮২৪৩—এমন চাঞ্চল্যকর দাবি উঠেছে নতুন একটি অডিও রেকর্ডিং ও বেনামি চিঠির ভিত্তিতে। আজারবাইজানের সংবাদমাধ্যম Minval.az মঙ্গলবার (১ জুলাই) এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে।
২০২৪ সালের ২৫ ডিসেম্বর দুর্ঘটনায় পড়া ফ্লাইট ৮২৪৩-এ ৩৮ জন নিহত ও ২৯ জন আহত হন। শুরু থেকেই রাশিয়ার সামরিক বাহিনীর সম্পৃক্ততার অভিযোগ উঠলেও এতদিন তা নিশ্চিত করা সম্ভব হয়নি। এবার Minval দাবি করেছে, তারা একটি বেনামি চিঠি পেয়েছে যাতে সাক্ষ্য, অডিও ক্লিপ এবং প্রযুক্তিগত বিশ্লেষণ রয়েছে।
চিঠিতে বলা হয়, রাশিয়ান আকাশ প্রতিরক্ষা কর্মকর্তা ক্যাপ্টেন দিমিত্রি সের্গেইভিচ পালাদিচুক রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ২৪-২৫ ডিসেম্বর গ্রোজনির কাছে দায়িত্ব পালন করছিলেন। ঘন কুয়াশায় অপটিক্যাল ট্র্যাকিং বন্ধ হয়ে যাওয়ায়, মোবাইল ফোনে লক্ষ্যবস্তু ধ্বংসের নির্দেশ দেন তিনি। পরে তার বাহিনী দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। প্রথমটি লক্ষ্যভ্রষ্ট হলেও দ্বিতীয়টি বিমানটির পাশে বিস্ফোরিত হয়, যা একে উড়ার অযোগ্য করে তোলে।
আজারবাইজানি সরকারি সূত্র Euronews কে জানিয়েছে, রাশিয়ার আকাশসীমায় থাকা অবস্থায় পাইলটরা জরুরি অবতরণের অনুরোধ করলেও রুশ কর্তৃপক্ষ অনুমতি দেয়নি। বরং বিমানটিকে কাস্পিয়ান সাগর পেরিয়ে কাজাখস্তানের আকতাউয়ে পাঠানো হয়, যেখানে অবতরণের চেষ্টা করতে গিয়ে সেটি বিধ্বস্ত হয়।
প্রতিবেদনে বলা হয়, Minval তিনটি ভয়েস মেসেজ পর্যালোচনা করেছে, যেখানে রুশ সেনা কর্মকর্তার কণ্ঠে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নির্দেশ, বিস্ফোরণের শব্দ এবং ‘লক্ষ্য মিস হয়েছে’ বলে চিৎকার করার মুহূর্তও ধরা পড়ে।
তবে ইউরোনিউজ স্বাধীনভাবে Minval-এর দাবির সত্যতা যাচাই করতে পারেনি।
আরও পড়ুন:








